স্যুই শিয়াও ফেং
2023-07-05 13:45:41

স্যুই শিয়াও ফেং ১৯৪৯ সালের ১ জানুয়ারিতে চীনের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী। ১৯৫১ সালে তিনি পরিবারের সঙ্গে হংকংয়ে পাড়ি জমান। ১৯৬৬ সালে তিনি ‘হংকং ওয়ারব্লার’ নামে এক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৬৯ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম ‘দেয়াল’ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।

বন্ধুরা, এতক্ষণ আপনারা যে গান শুনেছেন, তা স্যুই শিয়াও ফেংয়ের ১৯৭৮ সালে প্রকাশিত একই নামের অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। অ্যালবামটি হলো তাঁর ক্যারিয়ার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রকাশিত হবার পর হংকংয়ে অ্যালবামটির বিক্রির পরিমাণ হয় ২ লক্ষাধিক। অ্যালবামে অন্য একটি তাইওয়ানের লোকগান ‘চালের ডাম্পলিংস’ আছে, যা চীনের মূল-ভূভাগে খুবই জনপ্রিয় হয়েছিল। 

 

১৯৭২ সালে স্যুই শিয়াও ফেং প্রথমবারের মতো ‘হাল্কা ধূম’ নামের চলচ্চিত্র অভিনয় করেন। ১৯৭৩ সালে তিনি চিরন্তন রেকর্ডস কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৭৫ সালে তিনি ‘সমুদ্রের গল্প’ নামের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৫ সালে স্যুই শিয়াও ফেং ‘নতুন সংগ্রহ ৩’ নামের অ্যালবাম প্রকাশ করেন। ১২টি গানের অ্যালবামে “সময় ও জোয়ার” নামে একটি গান রয়েছে। গানটি তাঁর নিদর্শন গানগুলির অন্যতম। এ ছাড়া ১৯৮৫ সালে হংকং দশটি শীর্ষ চীনা সোনালি গান পুরস্কার জিতে। 

১৯৮৬ সালে স্যুই শিয়াও ফেং পলিগ্রাম রেকর্ড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। পরে তিনি “প্রত্যেক পদক্ষেপ” নামক ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গান তাঁর জন্য বিশেষ রচিত অনুপ্রেরণামূলক গান। এ ছাড়া অ্যালবামে হংকংয়ের খুব জনপ্রিয় একটি টিভি নাটকের থিমসং ‘শহুরে পদচিহ্ন’ অন্তর্ভুক্ত হয়। 

 

১৯৯২ সালে স্যুই শিয়াও ফেং ৪৩টি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন এবং হংকং কলোসিয়ামে সঙ্গীতানুষ্ঠান আয়োজনের রেকর্ড সৃষ্টি করেন। ১৯৯৫ সালে তিনি ১৫টি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার পর শোবিজ ত্যাগ করেন। ২০০৫ সালে তিনি মঞ্চে ফিরে আবার ২৩টি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। এরপর তিনি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতে থাকেন। খুব প্রাণচঞ্চল একজন মানুষ তিনি, তাইনা? ‘বিদায় বলা কঠিন’ গানটি স্যুই শিয়াও ফেংয়ের ১৯৮৮ সালে প্রকাশিত একটি অ্যালবাম। এতে রয়েছে অনেক জনপ্রিয় একটি গান। গানের নাম “চাঁদ হাজার হাজার মাইল দূরে প্রেমের অসুখ পাঠায়”। 

“চোখের জল ফেলার আগে”গানটি তাঁর ১৯৮৭ সালের একক অ্যালবাম "এখনওতে" অন্তর্ভুক্ত। এটি প্রেমের বিচ্ছেদ, মুক্তমনা এবং ত্যাগ সম্পর্কে তাঁর মনের অবস্থা প্রকাশ করেছে। 

 

(প্রেমা/তৌহিদ)