‘তুমি ভালোভাবে শোনো’
2023-07-04 18:33:41

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ই সুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

১৯৯৫ সালে ছেন ই সুন নতুন গায়কদের জন্য আয়োজিত এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন ও চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক সংগীতজীবন শুরু হয়। আচ্ছা, এখন আমরা ছেন ই সুনের গাওয়া ‘জীবন’ গানটি উপভোগ করি।

 

ছেন ই সুনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৬ সালে। আর অ্যালবামটির নাম তার নিজের নামে রাখা হয়। ১৯৯৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। আচ্ছা, এখন আমরা ‘আর্ন্ট ইউ গ্ল্যাড’ গানটি শুনি।

 

বন্ধুরা, ১৯৯৮ সালে ছেন ই সুনের ‘বিশ্বের শ্রেষ্ঠ’ শীর্ষক গানটি বাজারে আসে। আর এই গানের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০০ সালে তিনি ‘গানের রাজা’ গেয়ে সংগীতমহলে বিশেষ মর্যাদা লাভ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গান ‘তুমি ভালোভাবে শোনো’। গানের কথায় বলা হয়, তুমি দেখো, সবার গ্রুপ ফটো, শুধু তুমি একাই হাসো নি। আমরা বোকা, নাকি তোমার সত্যি সাধারণ মানুষের চেয়ে, অনেক দুশ্চিন্তা আছে। আমি তোমাকে দুশ্চিন্তা দূর করার ওষুধ দেবো না। কারণ, তুমি সবসময় এভাবে করো। তুমি এখন, কার জন্য ঘুমাতে পারো না। তুমি হয়তো এ জন্য গর্বিত। তুমি ভালোভাবে শোনো, কাঁদতে চাইলে হাসো। আসলে তুমি জানো, দুশ্চিন্তা নিজেকে সমাধান করবে। নতুন প্রেম নিশ্চয় আসবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গান ‘না দেখাই ভালো’। গানের কথাগুলো এমন: চুল ভিজে যায়, লন্ডনে সবসময় বৃষ্টি হয়। অনেক সকালের বিমানে উঠি, শুধু তোমাকে দেখার জন্যই। অনেক ছোট দোকান খুঁজতে পারি, তবে প্রেমে পড়ার সেদিন ফিরতে পারি না। কে জীবনের জন্য পরিবর্তন করবে না। আবার দেখলে হঠাত্ অনুভব করেছি, কিভাবে তোমার সঙ্গে কথা বলি, ইতোমধ্যে ভুলে গেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন ই সুনের গান ‘মানুষ আসে, চলে’। গানের কথায় বলা হয়, বন্ধুরা চলে গেছে, তুমি আমার হাত ধরে কাজের অগ্রগতি উদযাপন করো। তুমি বলো, তোমার ছেলে বন্ধু, সবসময় ব্যস্ত থাকে। অবশেষে প্রেম ভেঙে তুমি আবার আসো। আমরা ভালো বন্ধু হয়েছি, চোখ বন্ধ করে তুমি কাকে বেশি মিস করো।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ই সুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)