সিনচিয়াং বাখেথু চীন-কাজাখ সীমান্তে বিনিময় ১০ কোটি ইউয়ানের বেশি হয়েছে
2023-07-03 10:37:56

গত ২১ জুন কাজাখস্তানের একটি সূর্যমুখী তেলবাহী ট্রাক বাখেথু বন্দর দিয়ে চীনে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে বাখেথু চীন-কাজাখ সীমান্তে বিনিময় তদারকি এলাকায় প্রবেশ করে। তারবাগতায়ে প্রিফেকচার শুল্ক বিভাগ থেকে ছেড়ে দেওয়ার পর ট্রাকটি  প্রক্রিয়াকরণ কারখানা এলাকায় আসে। সেই সময় জাং শিয়াওপিং সীমান্ত বাণিজ্য বন্দোবস্ত কেন্দ্রে মোবাইলের মাধ্যমে ৭ হাজার ৪শ’ ইউয়ানের সূর্যমুখী কেনার ঘোষণা করে। এটা চলতি মাসে তাঁর অধীনস্থ সমবায়ের ১৫তম কাজাখ তেল সূর্যমুখী আমদানি ডিক্লেয়ারেন্স।

জাং শিয়াওপিং জানান, তারা সীমান্ত বিনিময়ের মাধ্যমে পণ্য বাণিজ্যে অংশ নেন। তারপর প্রক্রিয়াকরণের পর শিল্পপ্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ও লাভ অর্জন করে। তাঁর গ্রামবাসী ছাড়া সমবায় গ্রামে অনেক বৃদ্ধবৃদ্ধা ও প্রতিবন্ধীদের সঙ্গে ব্যবসা করে। “সীমান্ত বিনিময়+ ল্যান্ডিং প্রক্রিয়াকরণ” রূপের ওপর নির্ভর করে। এতে সমবায়ের সদস্যদের আয় বাড়ে।

 

২০১৯ সালের ১৮ জুন বাখেথু চীন-কাজাখ সীমান্ত বিনিময় তদারকি এলাকা আনুষ্ঠানিকভাবে চালু হয়। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বরে সবার আগে সিনচিয়াংয়ে ল্যান্ডিং প্রক্রিয়াকরণ "সম্পূর্ণ ইন ও সম্পূর্ণ আউট" বাস্তব একক পরীক্ষা সম্পন্ন হয়।

 

চলতি বছর থেকে সিনচিয়াংয়ের প্রথম দফা “ল্যান্ডিং প্রক্রিয়াকরণ” পরীক্ষামূলক বন্দরের সুযোগ-সুবিধা নির্ভর করে, বাখেথু চীন-কাজাখ সীমান্ত বিনিময় দ্রুত উন্নত হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য কার্গো হ্যান্ডলিং, পরিবহন ও প্রক্রিয়াকরণে অংশগ্রহণের চাকরি দেওয়া হয়।  বিনিময় বাণিজ্য মোবাইলফোন অ্যাপ ডিক্লেয়ার ব্যবস্থা কার্যকর করা হয়, সীমান্ত এলাকার বাসিন্দাদের সুযোগ-সুবিধা দেওয়া হয়। এভাবে সমবায়ের জনশক্তি ও সময় সাশ্রয় করা হয়। এ ছাড়া “ল্যান্ডিং প্রক্রিয়াকরণ” শিল্পকে বিশেষ সমর্থন দিয়ে কৃষি পার্শ্ববর্তী পণ্য দ্রুততার সঙ্গে ক্লিয়ারেন্সের “সবুজ চ্যানেলের” মাধ্যমে কাঁচামাল সরবরাহ চেইনের মসৃণ ও উচ্চ কার্যকারিতা নিশ্চিত করা হয়।

গত ১৯ জুন পর্যন্ত চলতি বছর বাখেথু চীন-কাজাখ সীমান্ত বিনিময়ে আমদানিকৃত পণ্যের ওজন ছিল ২২ সহস্রাধিক টন।  পণ্যের মূল্য ছিল ১০ কোটি ইউয়ানের বেশি। সীমান্তে বিনিময়ে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ১৩ হাজার পার্সন-টাইমস এবং আয় হয় ১০ লক্ষাধিক ইউয়ান। বিনিময় পণ্যগুলি নিকটবর্তী ৩টি দেশে যায় এবং ২৬ ধরনের পণ্য ছিল।

 

তারবাগতায়ে প্রিফেকচারের শুল্ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ওয়ে চিয়ে জানান, তারা অব্যাহতভাবে শুল্ক কার্যক্রম পরিচালনা করেছেন, তারবাগতায়ের পরীক্ষামূলক অঞ্চল উন্নয়ন ও উন্মুক্তকরণ করার সুযোগ কাজে লাগিয়ে ধারাবিহকভাবে ক্লিয়ারেন্স পরিকল্পনা সুবিন্যস্ত করেছেন। পাশাপাশি, বিভিন্ন পক্ষের বিনিময় ও সহযোগিতা গভীরতর করা, সার্বিকভাবে সীমান্ত বিনিময়ের রূপান্তর উন্নয়ন জোরদার করা, সীমান্ত বিনিময় পণ্যের ল্যান্ডিং প্রক্রিয়াকরণ শিল্প অধিকতর উন্নয়ন বেগবান করা এবং সীমান্ত এলাকার অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার কাজ করেছেন।

(প্রেমা/তৌহিদ)