লি লিংইয়ু
2023-07-03 15:49:35

লি লিংইয়ু ১৯৬৩ সালের ৯ এপ্রিল চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি চীনের মূল-ভূভাগের একজন নারী কণ্ঠশিল্প, অভিনেত্রী এবং চীনের দশজন চলচ্চিত্র ও টিভি নাটকের অন্যতম শিল্পী।  

 

তিনি শাংহাইয়ের একটি সাধারণ শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। যখন বেইজিং হংছি ইউয়ে অপেরা ট্রুপ শাংহাইয়ে অভিনেতা নিয়োগ দিতে আসে, তিনি ৫ সহস্রাধিক পরীক্ষার্থীর মধ্যে নির্বাচিত হন। তারপর তিনি জেচিয়াংয়ের ইউয়ে অপেরা স্কুলে পড়াশোনা করতে যান। ১৯৮০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বেইজিং হংছি ইউয়ে অপেরা ট্রুপে যোগ দেন এবং কঠোর পেশাদার প্রশিক্ষণ নেন।

১৯৮৩ সালে ইউয়ে অপেরা ট্রুপ ভেঙ্গে দেওয়া হয়। ১৯৮৪ সালে তিনি চায়না ওরিয়েন্টাল পারফর্মিং আর্টস গ্রুপে (China Oriental Performing Arts Group ) যোগ দিয়ে প্রধানত জাপানি ও দক্ষিণ-পূর্ব এশীয় গান ও নাচের দলে যোগ দেন। পরে রেকর্ড কোম্পানি তাঁকে নির্বাচন করে, তিনি পপ-সঙ্গীত মহলে উন্নতি করেন। ১৯৮৫ সালে তাঁর প্রথম একক অ্যালবাম “ওরিয়েন্টাল রুকি লি লিংইয়ু” প্রকাশিত হয়। ১৯৮৭ সালে “ভারতীয় মেয়ে” গানটির কারণে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এবং সবার মধ্যে সুপরিচিত হন। 

 

কেমন লাগল গানটি? সুরটি বেশ পরিচিত, তাইনা? আসলে গানটি চীনের কিংবদন্তী টিভি নাটক ‘পশ্চিম দিকে যাত্রার’ একটি পর্বের গান। সেই পর্বে ভারতীয় মেয়ে সম্পর্কিত একটি গল্প আছে। ৮০’র দশকে ভারতের বেশ কয়েকটি গান চীনে খুবই জনপ্রিয় হয়। লি লিংইয়ু গানটি গাওয়ার সময় বিশেষ করে ভারতীয় মেয়ের কণ্ঠস্বর অনুকরণ করেন। সুতরাং গানটি শুনতে খুবই চমত্কার। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি লি লিংইয়ু’র অন্য একটি গান শোনাব, কেমন? গানের নাম “সৌন্দর্যের গান”। এটি একটি বড় কস্টিউম টিভি সিরিজের শেষ গান। 

 

১৯৮৭ সালে লি লিংইয়ু পরপর বেশ কয়েকটি অ্যালবাম রেকর্ড করেন। এর মধ্যে “শেনইয়াং, শেনইয়াং, আমার জন্মস্থান”, “তুমি চটকদার এবং আমি সুন্দর” এবং “আমি কী চুপচাপ চলে যাব?”-সহ কয়েকটি গান রয়েছে। তাঁর প্রত্যেক অ্যালবামের বিক্রির পরিমাণ মিলিয়নেরও বেশি ছিল। ১৯৮৯ সালে তিনি সিঙ্গাপুরে “লি লিংইয়ু ঘটমান বিষয়” নামের আলোচনা সভার আয়োজন করেন। 

 

বন্ধুরা, আপনাদের স্মৃতির কী কোনো রঙ আছে? “গোলাপি স্মৃতি” হলো লি লিংইয়ু’র গাওয়া একটি গানের নাম। গানটি তাঁর একই নামের অ্যালবামে রয়েছে। 

 

“কন্যার ভালোবাসা” গানটি ১৯৮৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পায়। গানটি কিংবদন্তী টিভি নাটক “পশ্চিম দিকে যাত্রার” একটি গান। গানটির মূল গায়িকা ছিলেন উ চিং। কিন্তু হয়তো একই টিভি নাটকে অভিনয় করার কারণে লি লিংইয়ু’ও গানটি গেয়েছিলেন। 

 

(প্রেমা/তৌহিদ)