রোববারের আলাপন- হাং চৌ এশিয়ান গেমসের ‘শত দিনের কাউন্টডাউন শুরু’ অনুষ্ঠিত
2023-07-02 06:36:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ ও…।


ভাই, এ কয়েকদিন বেইজিংয়ের তাপমাত্রা অনেক বেশি। অনেক গরম হলেও, আমি এ সময় বিশেষ পছন্দ করি। 

তৌহিদ: কেন ভাই?

কারণ এ সময়ে পূর্ণ সূর্যালোক থাকে- যা আমি খুব পছন্দ করি। শরীরচর্চার জন্য এ মৌসুম হচ্ছে একটি সোনালি সময়। তবে, এ সময় শরীরচর্চা করতে আমাদের কিছু কিছু বিষয়ে সচেতন থাকতে হবে। আপনি আমাদের কিছু পরামর্শ দিতে পারবেন কি?

তৌহিদ:... গ্রীষ্মকালে শরীরচর্চা পরামর্শ


সংগীত


বন্ধুরা, গত ১৫ জুন হাং চৌ এশিয়ান গেমসের ‘শত দিনের কাউন্টডাউন ’ শুরু হয়। এর আগের দিনে, হাং চৌ এশিয়ান গেমসের ভাইস চেয়ারম্যান চৌ চিন ছিং জানান, এবারের হাং চৌ এশিয়ান গেমসের প্রস্তুতিমূলক কাজের শেষ পর্যায় চলছে। সব সুষ্ঠুভাবে চলছে।


তিনি জানান, এবারের হাং চৌ এশিয়ান গেমসের প্রতিযোগিতা হাং চৌ, নিং পো, ওয়েন চৌ, চিন হুয়া , সাও সিং ও হু চৌ এ ছয়টি শহরে আয়োজন করা হবে। বর্তমানে, ৫৬টি প্রতিযোগিতার স্টেডিয়াম ও মাঠ প্রস্তুতি করা হয়েছে।


জানা গেছে, এবারের এশিয়ান গেমসের সব স্টেডিয়াম, মাঠ ও স্থাপনা সব বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত, ইতোমধ্যে ৮০ লাখেরও বেশি মানুষ এ সব স্থাপনা ব্যবহার করেছেন। এশিয়ান গেমস আয়োজনের পর, এ সব স্টেডিয়াম জনগণের জন্য খোলা থাকবে। 


উল্লেখ্য যে বাংলাদেশের অলিম্পিক কমিটির সূত্রে জানা গেছে, এবারের হাংচৌ এশিয়া গেমসে বাংলাদেশের প্রায় ২০০জনেরও বেশি খেলোয়াড় তীরধনুক, ফুটবল, কাবাডি, শুটিং, ক্রিকেট, হকি-সহ একাধিক ইভেন্টে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য যে, বাংলাদেশের প্রতিনিধি দল ২০১০ সালে কুয়াং চৌ এশিয়া গেমসের পুরুষ ক্রিকেটের স্বর্ণপদক অর্জন করেছিল। যা ছিল বাংলাদেশ প্রতিনিধি দলের এশিয়া গেমসের ইতিহাসে প্রথম স্বর্ণপদক।


ভাই, আমরা জানি যে সম্প্রতি ‘হাং চৌ এশিয়া গেমস ফান রান’ ঢাকায় অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজন করা হয়েছে। এতে মোট সহস্রাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন।আসলে আমি মনে করি এ ধরনের বড় আকারের খেলাধুলা কার্যক্রমে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলাধুলার চেতনা এবং গণশরীরচর্চা এগিয়ে নেয়া। আপনি এ বিষয়ে কি মনে করেন?

তৌহিদ:…


চীনে গণশরীরচর্চা এগিয়ে নেয়ার বিষয়ে অনেক গুরুত্ব দেয়। এ খাতে আপনার নিজের কিছু অভিজ্ঞতা আমাদের কিছু শেয়ার করতে পারবেন কি?

আপনি চীনে কিভাবে শরীরর্চচা করেন? চীনারা সাধারণত কিভাবে শরীরর্চচা করে? তাদের সবচেয়ে প্রিয় খেলাধুলা কি? সে সম্পর্কে আমাদের কিছু বলুন।

তৌহিদ:…


 (আকাশ/তৌহিদ)