আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ড. ফখরুল ইসলাম বাবু। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু চীনের হংকংয়ের নাগরিক। তিনি একজন রোটারিয়ান, একজন সমাজকর্মী; জড়িত বিভিন্ন আন্তর্জাতিক আর্থ-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে। অনেকদিন ধরে কাজ করছেন চীন-বাংলাদেশ মৈত্রীর উন্নয়নের জন্য। তাঁর উদ্যোগে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (CBFC) প্রতিষ্ঠিত হয়েছে। CBFC একটি নিবন্ধিত অলাভজনক, অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এই সংস্থা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’, ‘একচীন নীতি’ এবং ‘এক অঞ্চল, এক পথ’ সমর্থন করে। এই সংস্থা চীনা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে বাংলাদেশীদের সামনে তুলে ধরার মাধমে দুই জাতির বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। ড. ফখরুল ইসলাম বাবু বর্তমানে CBFC এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো, চলুন কথা বলি তাঁর সাথে।