কং লিন না
2023-06-29 10:28:19

 

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম কং লিন না। তিনি তার অসাধারণ গান গাওয়ার দক্ষতা এবং চীনা ঐতিহ্যবাহী সংগীত ও পপ সংগীত মিশ্রিত করার জন্য পরিচিত। তিনি চীনের ‘নতুন শিল্প সংগীতের’ প্রতিষ্ঠাতা। তার অনেক গান চীনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন কং লিন না’র একটি সুন্দর গান ‘ফেং ছিউ হুয়াং’।গান ১

 

কং লিন না ১৯৭৫ সালে চীনের কুই চৌ প্রদেশের রাজধানী কুই ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। বাবা মায়ের প্রভাবে তিনি ছোট থেকে সংগীত খুব পছন্দ করতেন। ৫ বছর বয়সে তিনি প্রথমবারের মত মঞ্চে পারফর্ম করেন। ১০ বছর বয়সে তিনি জাতীয় সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ১২ বছর বয়সে তিনি চীনের জাতীয় আর্ট ট্রুপে ফ্রান্সে পারফর্ম করেন। বলা যায়, কং লিন না জন্ম থেকেই একজন শিল্পী! পরে তিনি চীনের শ্রেষ্ঠ সংগীত বিশ্ববিদ্যালয় চীনা জাতীয় সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হন, প্রধানত চীনের লোকসংগীত শিখেছেন।গান ২

 

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করার পর কং লিন না একটি আর্ট ট্রুপে কাজ করতে শুরু করেন। সেই স‌ময় যা কণ্ঠশিল্পীর জন্য ভালো কাজ হিসেবে বিবেচনা করা হয়, কারণ নিয়মিত পারফর্মের সুযোগ ছিল এবং কাজ খুব স্থিতিশীল ছিল। তবে কং লিন না তা পছন্দ করেন না। এমন পারফরম্যান্সে তার নিজের সংগীত বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারতেন না। ঠিক সেই সময়ে তিনি একজন জার্মান সুরকারের সঙ্গে দেখা করেন। সংগীত ও পারফর্ম সম্পর্কে তাদের একই ধারণা রয়েছে। সেই সুরকারের সমর্থনে কং লিন না আর্ট ট্রুপ থেকে পদত্যাগ করেন এবং চীনের ‘নতুন শিল্প সংগীত ও লোকসংগীত’ তৈরি করার সিদ্ধান্ত নেন। আর সেই সুরকার পরে তার স্বামী হন। বন্ধুরা, এখন শুনুন কং লিন না’র স্বামীর রচিত ও তার গাওয়া একটি সুন্দর গান ‘মুক্ত পাখি’।গান ৩

 

২০০৫ সালে কং লিন না তার স্বামীর সঙ্গে জার্মানিতে চলে যান এবং বিদেশে চীনা গান গাওয়া শুরু করেন। চীনা সংস্কৃতি ও চীনা লোকসংগীত খুব পছন্দ করায় তার স্বামী এসব চীনা উপাদান ও পাশ্চাত্য আধুনিক সংগীতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। সেই সময়ে তারা চীনের প্রাচীন কবিতা, লোক কাহিনী, ঐতিহ্যবাহী সংগীত অনুসারে অনেক গান রচনা করেন। কং লিন নাও জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ফিনল্যান্ডসহ অনেক দেশে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন এবং বিদেশি দর্শনের জনপ্রিয়তা জানতে পারেন। বন্ধুরা, এখন শুনুন কং লিন না’র চীনের বিখ্যাত প্রাচীন কবিতা কবিতা ‘চিং ইয়ে সি’ অনুসারে রচিত সুন্দর গান ‘চিং ইয়ে সি’।গান ৪

 

২০১০ সালে কং লিন না’র নতুন গান ‘থান থ্য’ বা ‘perturbed’ মুক্তি পায়। এই গানে কোনো কথা নেই, তিনি ইন্টারজেকশন (interjection) ব্যবহার করে গানের উচ্চ প্রযুক্তি দিয়ে অস্থির ও উদ্বেগময় অনুভূতি প্রকাশ করেছেন। গানে অনেক ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। কং লিন না একদম নতুন উপায়ে পুরো গান পরিবেশন করেন। তার পারফরম্যান্স চীনা ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এই গানটি তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন কং লিন না’র জনপ্রিয় গান ‘থান থ্য’ শুনুন।গান ৫

 

গান ‘থান থ্য’র পর কং লিন না ও তার স্বামী আবার কয়েকটি একই শৈলীর গান রচনা করেছেন, চীনা সংগীত মহলে নতুন সংগীত প্রবণতা সৃষ্টি করেছেন। তিনি আশা করেন, তার গাওয়া নতুন শৈলীর গান মানুষের চিন্তাভাবনাকে প্রণোদিত করতে পারে। তিনি চীনের ঐতিহ্যবাহী সংগীত ও লোকসংগীত রক্ষা করতে চান। তাই ২০১২ সালে কং লিন না ও তার স্বামীর জন্মস্থান কুই চৌ প্রদেশের গ্রামাঞ্চলে গিয়ে একটি স্থানীয় সংগীত দল প্রতিষ্ঠা করেন। তিনি আশা করেন, সেসব বিশুদ্ধ কণ্ঠ সবার কাছে শোনা যায়। বন্ধুরা, এখন শুনুন কং লিন না’র নতুন গাওয়া চীনের একটি ক্লাসিক লোকসংগীত ‘প্রবাহিত নদী’।গান ৬

 

প্রধানত চীনের লোকসংগীত গাওয়া একজন কণ্ঠশিল্পী হলেও কং লিন না আসলে বিভিন্ন শৈলীর গান গাইতে পারেন এবং অনেক নতুন চেষ্টা করছেন। একটি অনুষ্ঠানে তা বলে শেষ করা যাবে না। পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে কং লিন না’র আরো বেশি সুন্দর গান পরিচয় করিয়ে দেবো। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে  কং লিন না’র চীনের রূপকথা অনুসারে রচিত গান ‘ফিনিক্স’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭ 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।