লিন ছিকে ক্যারিয়ার গঠনে সহায়তা করেছে বিআরআই
2023-06-29 19:02:39

লিন ছি হলেন চীনের পেট্রো গ্রুপের আন্তর্জাতিক পাইপলাইনের উজবেকিস্তান কোম্পানির একজন কর্মী। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি এ কোম্পানিতে যোগ দেন। ২০১৬ সালে তিনি উজবেকিস্তান আসেন। তখন থেকে সাত বছর পার হয়েছে। এখন তিনি মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উজবেকিস্তানের প্রাকৃতিক গ্যাসের উৎসে সংযুক্ত স্টেশন পরিচালনার দায়িত্ব পালন করেন।

 

‘এক অঞ্চল, এক পথ’ প্রকল্প চীন-মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন চীন ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্যে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পাইপলাইন। নিজের চাকরি নিয়ে খুব গর্বিত লিন ছি।

 

তিনি বলেন, মধ্য এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে উজবেকিস্তান চীনে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে। তার এ প্রাকৃতিক গ্যাস স্টেশনে মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাসের চাপ বাড়ানো এবং হিমায়িত করাসহ নানা প্রক্রিয়ার মাধ্যমে এশিয়ার প্রাকৃতিক পাইপলাইনে সরবরাহ করা হয়। তারপর গ্যাস পুরানো সিল্ক রোড অনুসরণ করে একদম পূর্ব দিকে যাত্রা শুরু করে। উজবেকিস্তান, কাজাখস্তান এবং চীনের সিনচিয়াংয়ের হু’র কুও সি ধরে এ পাইপলাইন স্থাপিত হয়েছে। যার ফলে চীনের ২৭টি প্রদেশ, শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চলের ৩০ কোটি মানুষ এ থেকে দূষণমুক্ত জ্বালানি পেয়ে থাকে।

 

 উজবেকিস্তানে কাজ করতে আসার শুরুতে স্থানীয় আবহাওয়া, ভাষা ও সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না লিন ছি। তবে সাত বছর পর আজ লিন ছি অর্ধেক স্থানীয় নাগরিকে পরিণত হয়েছেন। স্টেশনের পরিচালক হিসেবে তিনি প্রতিদিন সকাল ৮টায় মিটিংয়ের আয়োজন করেন এবং চীন ও উজবেকিস্তানের প্রকৌশলীদের আগের দিনের কাজ সম্পর্কে জেনে নেন। স্টেশনে কাজের ফাঁকে নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজিত হয়। তাতে চীন-উজবেকিস্তান মৈত্রী জোরদার এবং দু’দেশের মানুষদের মন সংযুক্ত হয়েছে।

 

লিন ছি বলেন, ‘আমাদের মধ্যে রয়েছে ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট, ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি। তবে আমাদের মধ্যে রয়েছে কাজের একই দর্শন এবং অভিন্ন কাজের পদ্ধতি।’

 

লিন ছি জানান, এখানে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ঐক্য এবং সম্প্রীতির মাধ্যমে দৈনন্দিন কাজের পরিবেশের উন্নয়ন হয়েছে।

বিদেশে চাকরি করে লিন ছি বিশ্বের অনেক আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আদান-প্রদানের সুযোগ পেয়েছেন। এসব সুযোগ কাজে লাগিয়ে লিন ছি তার দৃষ্টিকোণ সম্প্রসারণ করেছেন এবং পেশাদার প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

 

চলতি বছর হলো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী।  লিন ছি বিদেশে সাত বছর কাজ করে এ উদ্যোগ সম্পর্কে আরও বুঝতে পারছেন। এ উদ্যোগ কেবল শতাধিক দেশের সঙ্গে জড়িত বিলিনয়ন বিলিনয়ন ইউয়ানের প্রকল্প নয়, বরং তার মতো বিদেশে কর্মরত তরুণদের নিজেকে গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম।

 

লিন ছি আশা করেন, ভবিষ্যতে তিনি রেশম পথের চিহ্ন অনুসরণ করে বিদেশের আরও প্রকল্পে প্রকৌশল, জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করতে পারবেন।