‘যেহেতু ভালোবেসেছি’
2023-06-28 16:29:18

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং ইয়ু, চীনের খুব বিখ্যাত গায়ক, গীতিকার, উপস্থাপক ও অভিনেতা। তার আসল নাম চাং বো সিয়াং। ১৯৬৭ সালের ৩০ এপ্রিল তিনি চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের ফেংচিয়া বিশ্ববিদ্যালয়ের বীমা বিভাগ থেকে স্নাতক হন। পিয়ানো ও গিটার খুব ভালো বাজাতে পারেন তিনি।

 

সঙ্গীত অনুরাগী চাং ইয়ু লেখাপড়ার সময় থেকেই সঙ্গীত-রেস্তরাঁয় গান গাইতেন। ১৯৯২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। ১৯৯৩ সালের ১ এপ্রিল চাং ইয়ু’র প্রথম অ্যালবাম ‘হেঁটে হেঁটে বাতাস আসে’ প্রকাশিত হয়।

 

১৯৯৩ সালের নভেম্বর মাসে চাং ইয়ু’র আরেকটি অ্যালবাম ‘তোমার জন্য অনেক চিন্তা করি’ প্রকাশিত হয়। তা তাইওয়ানের বার্ষিক সোনালি সংগীত তালিকায় চ্যাম্পিয়ন হয়। ১৯৯৮ সালে চাং ইয়ুর আরেকটি অ্যালবাম ‘চাঁদ, সূর্য’ বাজারে আসে। তখন এই অ্যালবাম তাইওয়ানে ৮ লাখ কপি বিক্রি হয়। এই অ্যালবামের প্রধান গান ‘সবই চাঁদের দোষ’ চাং ইয়ু’র প্রতিনিধিত্বকারী গানের অন্যতম।

 

বন্ধুরা, এখন শুনুন চাং ইয়ু’র গান ‘যেহেতু ভালোবেসেছি’। গানের কথায় বলা হয়, তুমি বলো, ফুল কাটবে না। ফুল কাটা দুঃখের ব্যাপার। মনে অনেক গোপন কথা আছে, আশা করি ফুল বেশি ফুটে। যেন আমার ভালোবাসা, আসলে কোনো একদিন ছেড়ে দেওয়া যাবে। এত বেশি দ্বিধা, ভালোবাসা কেন এত কঠিন, নিজেই বুঝি না। যেহেতু তোমাকে ভালোবেসেছি, আমার হৃদয়, কেন তোমায় ভুলে যায়। বিশৃঙ্খল রাতে, একাই থাকি। যেহেতু এখন তোমাকে ঘৃণা করি, আমার হৃদয়, কেন তোমাকে এত মিস করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং ইয়ু’র গান ‘সঙ্গী আছে’। গানের কথাগুলো এমন: আগে আমর ভ্রমণের ইচ্ছা ছিল, তবে সঞ্চিত টাকা হতাশ করে। তুমি বলো, আমি সব কিছু আঁকতে পারি। যেন আমরা ইতোমধ্যে এমন জায়গায় গিয়েছি। স্বপ্ন পূরণ, আসলে সহজ। তোমার সঙ্গী থাকলে, কিছুই লাগে না। পরে আমরা ব্যস্ত হয়েছি। চিন্তা করার সুযোগও নেই। শুধুই ভবিষ্যতের জন্য আশা সৃষ্টি করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চাং ইয়ু’র আরেকটি গান, গানের নাম ‘আসল চেহারা’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)