লি মিং
2023-06-28 14:38:16

লি মিং বা লিওন ১৯৬৬ সালের ১১ ডিসেম্বরে চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক।

 

১৯৮৬ সালে তিনি পঞ্চম টিভিবি-৮ ইন্টারন্যাশনাল চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। ১৯৮৭ সালে তিনি প্রথমবারের মতো একটি টিভি নাটকে অভিনয় করেন। ১৯৯০ সালে তিনি তাঁর প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম “বৃষ্টিতে দেখা হলো” প্রকাশ করেন। 

১৯৯১ সালে লিওন পরপর তাঁর দ্বিতীয় ও তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। তাঁর তৃতীয় অ্যালবাম শীর্ষদশ চীনা সোনালি গান পুরস্কারে সারা বছর সেরা বিক্রি হওয়া অ্যালবামের পুরস্কার পায়। ১৯৯১ সালের ২৩ অগাস্টে পলিগ্রামে যোগ দেয়ার পর তিনি তাঁর প্রথম ম্যান্ডারিন অ্যালবাম “আজ রাতে তুমি আসবে কিনা” প্রকাশিত হয়। এতে মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়েছে। অ্যালবামটি দিয়ে তিনি হংকং সংগীত মহলে চারজন সবচেয়ে জনপ্রিয় শিল্পীর একজন হয়ে ওঠেন। 

 

১৯৯২ সালে লিওন পরপর লস এঞ্জেলস, নিউইয়র্ক ও টরেন্টোতে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এপ্রিল মাসে তিনি পঞ্চম ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। এতে এমন একটি গান রয়েছে, গানের নাম “আমি বেইজিং থেকে আসছি”। সত্যই তিনি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন, অবশ্যই বেইজিং থেকে এসেছেন, তাইনা? 

 

 “গ্রীষ্মের প্রেম” হলো ১৯৯৩ সালের ২৬ অক্টোবরে লিওন প্রকাশিত তাঁর দশম ক্যান্টোনিজ অ্যালবাম। এতে মোট দশটি গান রয়েছে। অ্যালবামের শিরোনাম ও প্রধান গানটি ১৬তম শীর্ষ দশ চীনা সোনালি গানের পুরস্কার এবং ১৯৯৩ সালে জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশন পুরষ্কার জিতে। উষ্ণ গানটি একটি রঙিন গ্রীষ্মকালের ছবি আঁকে। বহু বছর পর গানটি এখনও তাঁর নিজের ও অনুরাগীদের প্রিয় গান। 

২০০৪ সালে লিমিং “এ মিউজিক” নামক রেকর্ড কোম্পানি প্রতিষ্ঠান করেন। ফেব্রুয়ারি মাসে তিনি “আমাকে ছেড়ে, তোমাকে ভালোবাসি” নামক একটি প্রেমের চলচ্চিত্র প্রধান চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি দিয়ে তিনি সপ্তম ছাংছুন চলচ্চিত্র উত্সবে সেরা অভিনেতার পুরস্কার জিতেন। নভেম্বর মাসে তিনি তাঁর ১৩তম ম্যান্ডারিন অ্যালবাম “লিওন ডাউন লেওন” প্রকাশ করেন। ১২টি গানের অ্যালবামে অধিকাংশ গান ক্যান্টোনিজ গান থেকে পুনরায় রচিত হয়। এর মধ্যে “দু’জনের আতশবাজি” ২৪তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা মূল চলচ্চিত্র গান মনোনীত হয়। 

 

অনুষ্ঠানের শেষে আমি আপনাদের  লিওন লিমিংয়ের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম “শুধু আমার জন্য একদিন ভালোবাসো”। গানটি তাঁর ১৯৯৭ সালের মে মাসে প্রকাশিত “ইফ” নামক অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। গানটি শুধু ১৯৯৭ সালে দশ-বারটি পুরষ্কার জিতেছে। 

 (প্রেমা/তৌহিদ)