‘এই পথে ফুল ফোটে’
2023-06-27 16:27:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েন ই সিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়েন ই সিন, চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০১৭ সালের ১৭ মার্চ তাঁর প্রথম গান ‘পাগলের কথা’ প্রকাশিত হয়। ২০২১ সালের ১৯ জানুয়ারি তাঁর গান ‘এই পথে ফুল ফোটে’ রিলিজ হয়। এই গানের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়েন ই সিনের গান ‘এই পথে ফুল ফোটে’। গানের কথাগুলো এমন: সমুদ্রের সন্ধ্যারাগ যেন কিশোরের আঁকা ছবি। সিগাল অপেক্ষা করে। দূরের ভাসমান পাল ঢেউ-এর আঘাতে ভয় পায় না। স্বপ্নের জন্য ব্যথা হলেও নতি স্বীকার করো না। দূরে যাওয়া বালি, কোন দুনিয়ায় গেছে। বসন্তকালে কোথাও তাকে দেখেছো কি? সময়ের হাত কার মুখ স্পর্শ করে। কেউ কথা বলে না। আমি আশা করি, সব কামনা বাস্তবায়িত হোক। আমার স্বপ্ন রক্ষা করে বালিঝড় প্রতিরোধ করো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়েন ই সিনের গান ‘মেঘ ও সমুদ্র’। গানের কথাগুলো এমন: আকাশের মেঘ, সীমাহীন। আকাশ থেকে এই চোখ দেখে। সময় দূরের দিকে যাচ্ছে, কার পদচিহ্ন রাখা আছে। আমাদের কাছাকাছি থাকার ভাগ্য নেই। তোমাকে ভালোবাসা, তা শুধুই গোপন কথা। তোমার বিরক্ত এড়াতে এখন থেকে দূরে থাকবো। আশা করি সমুদ্রে ডুবে যাবো। স্নেহশীল সমুদ্রে বিশ্রাম নিবো। যদি এই বিশ্বের সব কিছু পরস্পরকে ভালোবাসার বাধা নেই। তাহলে মেঘ ও সমুদ্রও একসাথে থাকতে পারবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন ওয়েন ই সিনের গান ‘গন্তব্য স্টেশন’। গানের কথাগুলো এমন: এটা হল, তোমার চলে যাওয়ার পর এক বিশেষ অনুভূতি। বিশ্ব শান্ত হয়েছে, কোনো বৃষ্টি নেই। সে পুরানো মোবাইল ফোন খুলে দেখি, এসব পুরানো মেসেজ। তোমার অল্প কিছু কথা। যখন আমি সব স্মৃতি সংগ্রহ করি। তুমি অদৃশ্য হয়ে যাও। আমরা বিদায়ের গন্তব্য স্টেশনে পৌঁছেছি, তুমি চলে গেছো, জানালা দিয়ে বিদায় দিয়েছো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়েন ই সিনের গান . গানের নাম তোমার চেহারা। গানের কথায় বলা হয়, আমি কার কণ্ঠ শুনেছি, যেন স্বপ্নের সেই ছোট নদী। আমি কার পদচিহ্ন দেখেছি। বিদায়ের দুঃখের দৃষ্টি লুকিয়ে আছে। সেই দুঃখের গান, সবসময় স্বপ্ন বাজে। বুঝতে পারি না, এই বিশ্বে কেন সবখানে তোমার চেহারা দেখা যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েন ই সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)