চীন ও বাহামাসের বন্ধুত্ব অগ্রসরের স্বপ্ন নির্মাণের ১৫ বছর
2023-06-26 12:19:56

বাহামাস দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ’র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে শহরের ট্যাক্সি “দেশের প্রথম রাস্তা” সুনামের বিমানবন্দর এক্সপ্রেস সড়কপথে চলছে। গাড়ি-চালক উত্সাহের সঙ্গে জানান, চীনা প্রতিষ্ঠান এই মহাসড়কটি নির্মাণ করেছে। সড়কপথ হবার পর পর্যটকরা বিমানবন্দর থেকে ছুটি কাটাতে খুবই সহজেই গ্রামে যেতে পারছেন।

 

বিমানবন্দর এক্সপ্রেস সড়কপথের নির্মাণকারী পক্ষ—বাহামাসের বৃহত্তম চীনা প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন আমেরিকান ইন্টারন্যাশনাল কর্পোরেশনের ভাইস-প্রেসিডেন্ট ব্যাখ্যা করেন, কোম্পানি তার অধীনস্থ কোম্পানির মাধ্যমে বাহামাসের বাজারে অবকাঠামো, বাড়িঘর নির্মাণ এবং রিয়াল এস্টেট খাতে বিনিয়োগ ও উন্নয়ন খাতে বিনিয়োগসহ বিভিন্ন পরিষেবা কাজ করছে। ডিজাইন ও নির্মাণের ব্যবসা হিসেবে বিমানবন্দর মহাসড়ক প্রকল্প কার্যকর করা হয়। ২০১০ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৩ সালের অক্টোবরে তা সম্পন্ন হয়। চীন মাত্র কয়েকজন মূল ব্যবস্থাপক পাঠায় এবং প্রধানত স্থানীয় কর্মী ও নির্মাণ সরঞ্জাম নিয়োগ করা হয়।

 

টাইরন বেনেবি নাসাউ বিমানবন্দর মহাসড়কে গ্যাস স্টেশনের একজন কর্মী। তিনি জানান, এখনে দশ বছর চাকরি করছেন। তিনি এই মহাসড়ক ও গ্যাস স্টেশনের নির্মাণ নিজের চোখে দেখেছেন। বহু বছর ধরে বিমানবন্দর মহাসড়ক সবসময় খুব ভালো অবস্থায় বজায় রয়েছে। প্রকল্পের গুণগতমান খুবই ভাল। এটা তারা খুব ভালোভাবে উপভোগ  করছেন এবং এজন্য কৃতজ্ঞ।

 

বিমানবন্দর মহাসড়ক ছাড়া চায়না কনস্ট্রাকশন আমেরিকান ইন্টারন্যাশনাল কর্পোরেশনের শাখা কোম্পানি কেন্দ্রীয় নাসাউ শহরে “নতুন ল্যান্ডমার্ক” শহুরে কমপ্লেক্স উন্নয়ন ও নির্মাণ করেছে। এটা কোম্পানিটির নাসাউ-এ বিনিয়োগকৃত প্রথম বৃহদাকার কমপ্লেক্স-প্রকল্প। কমপ্লেক্সটি ২০২১ সালের জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হয়।

 

পশ্চিম গোলার্ধে বাহামাসের মাথাপিছু জিডিপি যুক্তরাষ্ট্র ও কানাডার পরেই রয়েছে। পর্যটন খাত দেশটির প্রধান শিল্প। শিল্প খাতের অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ মনে করেন, “নতুন ল্যান্ডমার্ক” শহুরে কমপ্লেক্স শক্তিশালীভাবে বাহামাসের পর্যটন শিল্প উন্নত করে, রাজধানীর অর্থনীতি জোরদারে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং বাহামাসের অর্থনীতি পুনরুদ্ধার জোরদার করার অনুঘটকে পরিণত হচ্ছে।

 

“নতুন ল্যান্ডমার্ক” শহুরে কমপ্লেক্সের ইয়ট মেরিনার দায়িত্বশীল ব্যক্তি হাওয়ার্ড পিন্ডার বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চাকরিতে আসার প্রথম দিকে এখানে নির্মাণ চলছিল। বর্তমানে তা গ্রাহকদের প্রিয় পোতাশ্রয়ে পরিণত হয়েছে।

 

চায়না কনস্ট্রাকশন আমেরিকান ইন্টারন্যাশনাল কর্পোরেশন সবার আগে আমেরিকায় বাজার সম্প্রসারণ করা চীনা প্রতিষ্ঠানগুলির অন্যতম। এ পর্যন্ত কোম্পানি আমেরিকায় সহস্রাধিক প্রকল্প কার্যকর করেছে এবং সাফল্যের সঙ্গে আমেরিকা মহাদেশের প্রধান প্রকল্পে চুক্তি ও বিনিয়োগ উন্নয়ন বাজারে প্রবেশ করে নির্মাণ খাতে উচ্চ স্বীকৃতি অর্জন করেছে।

 

বাহামাসের ‘বাহামাস-চীন মৈত্রী সমিতির’ চেয়ারম্যান এক সাক্ষাত্কারে বলেন, চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ বাহামাসে অনেক কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে।

 

সম্প্রতি বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ এডওয়ার্ড ডেভিস (Philip Edward Davis) চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের কাছে পাঠানো চিঠিতে বাহামাসের আর্থ-সামাজিক উন্নয়ন জোরদার করতে চীনা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করেন। তিনি বলেন, ২০০৯ সাল থেকে বিমানবন্দর মহাসড়ক প্রকল্প থেকে অবকাশ প্রকল্প পর্যন্ত, এমনকি “নতুন ল্যাণ্ডমার্ক” উন্নয়ন পর্যন্ত, চীনা প্রতিষ্ঠানের সমৃদ্ধ বিনিয়োগ ও নির্মাণ অভিজ্ঞতা এবং পেশাদার জ্ঞান দেখা যায়। যা বাহামাস দ্বীপপুঞ্জে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। তিনি ভবিষ্যতে আরো বেশি সহযোগিতা প্রত্যাশা করেন।

(প্রেমা/তৌহিদ)