চায়না এক্সডি: চীনা প্রযুক্তিকে আরও বেশি দেশ স্বীকৃতি দিক
2023-06-26 12:21:43

চীনের (power transmission and distribution) বা পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন (পিটিডি) সরঞ্জাম উত্পাদন শিল্পে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে {China XD Electric Co., Ltd. (hereinafter referred to as "China XD")} চায়না এক্সডি ইলেকট্রিক কোং লিমিটেড (চায়না এক্সডি) পরপর ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে নির্ভরশীল পণ্য ও উন্নতমানের পরিষেবা দিয়েছে। তারা সারা বিশ্বে সুষ্ঠুভাবে চীনের “এক্সডি” ব্র্যান্ডের উজ্জ্বল ভাবমূর্তি স্থাপন করেছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে আরো বেশি চীনা নতুন সরঞ্জাম, নতুন প্রযুক্তি “এক অঞ্চল, এক পথ” বরাবর দেশে ব্যবহারিক ও জনপ্রিয় করে তোলার জন্য অসংখ্য চীনা প্রকৌশলী দেশের বাইরে গিয়ে “প্রবর্তক” হিসেবে দুপক্ষের আস্থা প্রতিষ্ঠা করে, আরো বেশি সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছেন।

 

চলতি বছরের প্রথম দিকে ‘এক্সডি আন্তর্জাতিক’ সুষ্ঠুভাবে উজবেকিস্তান স্টেট গ্রিড কোম্পানির ৫০০ কিলোভোল্ট ট্রান্সমিশন লাইন প্রকল্পে স্বাক্ষর করে। প্রকল্প সম্পন্ন হবার পর বিরাট আকারে স্থানীয় কৃষি উত্পাদন ও আবাসিক বিদ্যুত্ খরচ নিশ্চিত করবে।

 

জু চিয়াংহাই উজবেকিস্তানে এক্সডি’র প্রতিনিধি। ১৫ বছর ধরে তিনি সেখানে কাজ করেছেন। তিনি বলেন, ২০০৯ সালে প্রথমবারের মতো প্রকল্পের নির্বাহ ও বাজার উন্নয়নের কাজে অংশ নিতে উজবেকিস্তানে এসেছেন তিনি। উন্নয়নের প্রথম দিকে স্থানীয় স্টেট গ্রিড চীনের আধুনিক উচ্চ ভোল্টেজের সরঞ্জামের মধ্যে বিরাট পার্থক্য ছিল। যা নিঃসন্দেহে প্রকল্প নির্বাহীর অসুবিধা বাড়ায়। সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তারা বেশ কয়েকবার উজবেকিস্তানে বিশেষজ্ঞ চীনা কারখানায় সরঞ্জাম উত্পাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানায়। চূড়ান্তভাবে উজবেকিস্তানের বিশেষজ্ঞরা চীনা প্রযুক্তি স্বীকার ও গ্রহণ করেছেন। তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে।

 

২০০৮ সাল থেকে উজবেকিস্তানে চায়না এক্সডির নির্মাণ প্রকল্পের পরিমাণ ১ বিলিয়ন ইউয়ানেরও বেশি। সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানি নিজের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা এবং গবেষণা, উন্নয়ন ও উত্পাদনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে “এক অঞ্চল এক পথ” বরাবর দেশগুলোর জন্য মেধাশক্তি লালন করা, শিল্পের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে চীনা বুদ্ধি ও চীনা শক্তি দিয়ে অবদান রেখেছে।

 

কাজাখস্তান ১১০ কিলোভোল্ট সাবস্টেশন সুষ্ঠুভাবে চালু হবার সময় স্থানীয় ইনস্টলেশন কোম্পানির প্রকৌশলী নূর খুশি মনে চীনা বন্ধুদের বলেন, আমার চীনা শিক্ষককে ধন্যবাদ জানাই!

 

সাবস্টেশনটি দেশটির মরুভূমির গভীরে তেল ফিল্ডে অবস্থিত। নির্মাণকাজ সম্পন্ন হবার পর বিরাটভাবে স্থানীয় তেল ফিল্ডের বিদ্যুত্শক্তি সরবরাহের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। ডিজাইন থেকে সরঞ্জাম ও পণ্য সরবরাহ করা পর্যন্ত চায়না এক্সডি স্থানীয় কোম্পানির সঙ্গে সাবস্টেশনের নির্মাণ, সরঞ্জাম স্থাপন এবং যৌথ সমন্বয় কাজ সম্পন্ন করেছে।

 

সাবস্টেশন নির্মাণ প্রক্রিয়ায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের শীতকাল হোক, অথবা গরম গ্রীষ্মকাল হোক, সবসময় চায়না এক্সডির প্রকৌশলী নূরকে নিয়ে প্রযুক্তিগত সমস্যা সমাধানে আলোচনায় মগ্ন দেখা যায়। অনুশীলনের মাধ্যমে নূর স্বাধীনভাবে একটি দল নিয়ে ঘটনাস্থলের প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে পারেন। তিনি আশা করেন, আরো বেশি চীনা প্রতিষ্ঠান কাজাখস্তানের নির্মাণকাজে অংশ নেবে। এতে আরো বেশি কর্মসংস্থান ও আরো ভালো জীবনযাপনের পরিবেশ সৃষ্টি হবে।

 

চায়না এক্সডির জেনারেল ম্যানেজার জাও ছি বলেন, চায়না এক্সডি “এক অঞ্চল এক পথ” বরাবর দেশগুলোর সঙ্গে সহযোগিতায় সাফল্যের পাসওয়ার্ড হলো, দু’পক্ষের পারস্পরিক সম্মান দেখানো, একে অপরকে সাহায্য করা এবং পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর মৌলিক নীতি মেনে চলা। চায়না এক্সডি শুধু সরঞ্জামই সরবরাহ করে না, বরং মালিক পক্ষের জন্য প্রকৌশলী লালন-পালন করার সুযোগ সরবরাহ করে। যাতে স্থানীয় গ্রিড সরঞ্জাম নির্মাণ থেকে অপারেশন পর্যন্ত স্বাভাবিকভাবে চালু থাকে এবং স্থানীয় জনগণের কল্যাণ সৃষ্টি করা যায়। এসব উন্নতমানের পরিষেবা চীনের উচ্চ-ভোল্টেজ ট্রান্সমিশন সরঞ্জাম ও প্রযুক্তি অনেক দেশের স্বীকৃতি অর্জন করেছে।

(প্রেমা/ তৌহিদ)