রোববারের আলাপন- ৩১তম গ্রীষ্মকালীন বিশ্ব ইউনিভার্সিটি গেমসের প্রস্তুতিমূলককাজ সুষ্ঠুভাবে চলছে
2023-06-25 16:12:14

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ ও...।


আকাশ: তৌহিদ ভাই, বেইজিংয়ে গ্রীষ্মকাল এসেছে। যা আমার কাছে সবচেয়ে প্রিয় মৌসুম। কারণ, এ সময় চারদিকে সব সবুজ হয় এবং গোটা বিশ্বে সূর্যালোক ছড়িয়ে পড়ে। আমি এ মৌসুম ভীষণ ভালবাসি। আপনার কাছে তা কেমন মনে হয়?

তৌহিদ:... গ্রীষ্মকালীন সমস্যার দিকে নজর রাখা, হিট স্ট্রোক এড়িয়ে চলা, শিশু, অসুস্থ, বয়ষ্কদের বিশেষ যত্ন নেওয়া, বিশেষ খাদ্যাভ্যাস- জলীয় খাবার বেশি করে খাওয়া, পর্যাপ্ত ঘুম...। 


আকাশ: বাংলাদেশে থাকার সময় আসলে আমার জন্য প্রায় প্রতিদিনই ছিল গ্রীষ্মকাল। এখনও আমার মনে আছে, সকাল বেলা কাজ শুরু করার আগে বা সন্ধ্যায় সব কাজ শেষ হলে, আমি প্রায় প্রতিদিনই উত্তরায় তিনটি পার্কে দৌড়ানোর জন্য যেতাম। ওই তিনটি পার্কের একটি আমার বাসার অনেক কাছে। সেই পার্কে আমি সবচেয়ে বেশি যেতাম। এ ছাড়া উত্তরায়- আপনি জানেন একটি ছোট লেকও আছে। লেকের পাশে একটি পার্কও আছে। সেই পার্ক অনেক সুন্দর, অনেক ফুল ফুটে থাকে সবসময়। আমার সাপ্তাহিক ছুটির সময় যখন সময় বেশি থাকে, তখন আমি সেখানে গিয়ে দৌড়াতে বেশ পছন্দ করতাম। যা খুবই আরামদায়ক ছিল। এ ছাড়া বিমানবন্দরের পাশাপাশি উত্তরার আরেকটি বড় পার্ক আছে। সে পার্কেও আমি মাঝে মাঝে যেতাম, বিশেষ করে সন্ধ্যার সময়। কারণ, তখন সময় লম্বা হতো। আমি ওই পার্কে দৌড়াতাম এবং সেখানে আমি একবার আনুষ্ঠানিক ক্রিকেট খেলা উপভোগ করেছি। এ ছাড়া, সেখান থেকে বিমানের উড্ডয়ন বা অবতরণ দেখাও অনেক মজার। ভাই, এই হলো আমার বাংলাদেশে গ্রীষ্মকালীন শরীরচর্চার অভিজ্ঞতা। আপনি চীনে গ্রীষ্মকালের ব্যায়ামের অভিজ্ঞতা আমাদের কিছু বলতে পারেন?

তৌহিদ:


সংগীত


বন্ধুরা, ৩১তম গ্রীষ্মকালীন বিশ্ব ইউনিভার্সিটি গেমের বা ছেংতু ২০২১ FISU গেমস চলতি বছরের ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চীনের ছেংতু-তে আয়োজন করা হবে। এতে মোট ২৬৯টি ইভেন্ট প্রতিযোগিতা হবে। ১৬ মে পর্যন্ত, বিশ্বের ৮৯টি দেশ ও অঞ্চলের প্রায় ৯১৫৪জন প্রতিনিধি দলের সদস্যরা নিবন্ধন সম্পন্ন করেছেন।


" পরিবেশগত, অর্থনৈতিক, অপরিহার্যতার" চেতনায় ছেংতু এবারের FISU বিশ্ব ইউনিভার্সিটি গেমসের জন্য স্টেডিয়াম ও স্থাপনা নির্মাণ করেছে। এর মধ্যে ১৩টি নতুন স্টেডিয়াম ও স্থাপনা তৈরি হয়েছে এবং ৩৬টি স্টেডিয়াম ও স্থাপনা উন্নয়ন করা হয়েছে। এতে ড্রোন ও রোবটসহ একাধিক নতুন প্রযুক্তিও এবারের গেমসের পদক-প্রদান অনুষ্ঠান-সহ বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হবে।


তং আন হু স্টেডিয়ামে এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে এবারের গেমসের ‘পবিত্র আগুন’ জ্বালানো হবে। 


সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ছেংতু FISU  গেমসের সব প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের দিকে। সব কাজ এখন সুষ্ঠুভাবে চলছে। 

তৌহিদ ভাই, আপনি কি ছেংতুর খাবার সম্পর্কে জানেন?

তৌহিদ:

তৌহিদ ভাই, চীনের সবচেয়ে বড় আকারের কোন গেমসটি আপনি দেখেছেন?