‘আলোকিত করা’
2023-06-24 16:00:06

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং জং ওয়েই’র কন্ঠে ‘আলোকিত করা’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি তাঁর পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের এপ্রিল মাসে তাইওয়ানের সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা দু’জনেই সরকারি কর্মকর্তা। ২০০৭ সালে ইয়াং জং ওয়েই তাইওয়ানে বিখ্যাত একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। আর তখন থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তখন তার বয়স ছিলো ২৯ বছর। একজন গায়ক হিসেবে তার পেশাদার-জীবন খুব দেরিতে শুরু হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পেঁয়াজ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং জং ওয়েই’র কন্ঠে ‘পেঁয়াজ’ শীর্ষক গান। ২০০৮ সালে ইয়াং জং ওয়েই প্রথমবারের মতো 'কবুতর' শিরোনামের একটি ব্যক্তিগত অ্যালবাম রিলিজ করেন। এ অ্যালবামটি ২০০৮ সালে তাইওয়ানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। ইয়াং জং ওয়েই’র পেশাদার গায়কের জীবন দেরিতে শুরু হলেও, তিনি দ্রুত সাফল্য অর্জন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সেই পুরুষ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং জং ওয়েই’র কন্ঠে ‘সেই পুরুষ’ শীর্ষক গান। বন্ধুরা, তাহলে এখন শুনুন 'কবুতর' নামের গানটি। 'কবুতর' ছাড়াও এই অ্যালবামের অন্য একটি গানও বেশ জনপ্রিয়তা পায়। গানটির শিরোনাম 'পেঁয়াজ'। গানে পেঁয়াজের সঙ্গে পুরুষের তুলনা করা হয়েছে। এমন মানুষ নিজের অনুভূতি ভালোভাবে প্রকাশ করতে পারে না। তারা দেখতে সাধারণ তবে তাদের মন পেঁয়াজের মতো আবৃত। তারা নিভৃতেই থাকে। শুনুন তাহলে গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং জং ওয়েই’র কন্ঠে ‘কবুতর’ শীর্ষক গান। শ্রোতাবন্ধুরা, অনেকেই ইয়াং জং ওয়েই’র কণ্ঠে নারী শিল্পীদের গান শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তিনি নারী শিল্পীদের গানগুলো নিজের মতো করে গেয়েছেন। এখন আমরা এমন একটি গান উপভোগ করব। শুনুন ইয়াং জং ওয়েই’র কন্ঠে গায়িকা ছাই চিয়ান ইয়া’র 'ফাঁকা গ্রিড' নামের একটি গান। গানের কথাগুলো এমন: আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে চাও না। তবে, আমরা জানি আমাদের মধ্যে অনেক ফাঁক আছে।

 

শুনুন তাহলে গানটি।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং জং ওয়েই’র কন্ঠে ‘ফাঁকা গ্রিড’ শীর্ষক গান। ১৯৮৬ সালে তাইওয়ানের নারী পরিচালক চাং আই চিয়া 'সবচেয়ে প্রিয়' নামের একটি চলচ্চিত্র উপহার দেন। এই চলচ্চিত্রের প্রধান গানের নামও 'সবচেয়ে প্রিয়'। পরে অনেক গায়ক ও গায়িকা এই গানটি গেয়েছেন। সম্প্রতি ইয়াং জং ওয়েই 'আমি গায়ক' শীর্ষক একটি টিভি শোতে এ গানটি গেয়েছেন এবং শ্রোতারা ২৮ বছর আগের এ গানটিকে আবার নতুন করে আবিষ্কার করেন। গানটিতে 'সারা জীবন মাত্র একজনকে ভালোবাসা'-র অনুভূতি বর্ণনা করা হয়েছে। শুনুন তাহলে গানটি।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)