কাদাকে হ্যান্ড-ক্রিম হিসেবে ব্যবহার করে খাদ্য চাষ করছে নারী চাষি সুন হোং
2023-06-23 15:50:18

সাধারণত গ্রীষ্মকালে রোপণের মৌসুমে কৃষিক্ষেতে কৃষি যন্ত্রপাতির  অনেক অপারেটরের আগমন ঘটে। কুই চৌ প্রদেশের সিউ ওয়েন জেলার নারী অপারেটর সুন হোং বিজ্ঞান সম্পর্কে ভালো জানেন এবং কৃষিকাজ পছন্দ করেন। এখন তিনি নিজেই কৃষিক্ষেতের একটি সুন্দর দৃশ্যে পরিণত হয়েছেন।

 

কুই চৌ প্রদেশের কুই ইয়াং শহরের সিউ ওয়েন জেলায় বিস্তৃত পাহাড়ী অঞ্চলে উচ্চ মানের কৃষিক্ষেতে ব্যাপক পরিমাণে যন্ত্রপাতি কৃষিকাজে ব্যস্ত রয়েছে। নারী অপারেটর সুন হোং যন্ত্র চালিয়ে ধানক্ষেতে রোপণকাজ করছিলেন।

 

সুন হোং বর্তমানে কুই চৌ প্রদেশের ছুয়ান হাই কৃষি যন্ত্রপাতি সেবামূলক সমবায়ের দায়িত্বশীল। তিনি বলেন, ‘এ যন্ত্র দ্বারা বসে থেকে দ্রুত চারা রোপণ ও প্রত্যাহার করা যায়। এটি ধাক্কা দেওয়া এবং খনন করার তিনটি প্রক্রিয়ার মাধ্যমে রোপণকাজ করে। এ যন্ত্রটি বর্তমানে কুই চৌ প্রদেশে জনপ্রিয় হচ্ছে।’

 

গত শতাব্দীর ৮০-এর দশকে জন্ম গ্রহণ করা সুন হোং আগে মালবাহী বাসে কাজ করতেন। পোশাক বিক্রেতার চাকরিও করেছেন। গ্রামের অধিকতর তরুণ-তরুণী  বাইরে কাজ করতে যাওয়ার ফলে অনেক জমি পতিত হয়ে পড়েছে। ২০১০ সালে সুন হোং’র মাথায় একটি সাহসী ধারণা আসে: যন্ত্র দিয়ে পাহাড়ী অঞ্চলে কৃষি কাজ করা। এরপর তিনি কৃষি যন্ত্রপাতি চালানোর লাইসেন্স অর্জন করেন। এ পর্যন্ত ১৩ বছর পার হয়েছে। গত ১৩ বছরে সুন হোং একজন নতুন কৃষক হয়ে উঠেছেন। তিনি জমিতে শিকড় গাঁথেন এবং সত্যিকার অর্থে কৃষি যন্ত্রপাতি বোঝেন।

 

সুন হোং বলেন, “আমাদের কুই চৌ প্রদেশের ভৌগলিক অবস্থা অন্য প্রদেশ থেকে আলাদা। অন্য প্রদেশে ক্ষেত অনেক বড়। আমাদের এখানে তুলনামূলক ছোট। অন্য প্রদেশে যে চারা রোপণে মেশিন প্রয়োগ করা যায়, সেটি আমাদের এখানে উপযোগী নয়। অন্য প্রদেশে ঘণ্টায় যে পরিমাণ চারা রোপণ করা যায়, এখানে তার অর্ধেক হয়। কুই চৌ প্রদেশের বিশেষত্বের কারণে আমরা এখন তিনটি চক্রের যন্ত্রপাতি ব্যবহার করছি। এ যন্ত্রপাতি ইউ-টার্ন করা যায়। বড় বা ছোট সব কৃষিক্ষেতে এটা ব্যবহার উপযোগী।’

 

একটি ক্ষেতে চারা রোপণ শেষে সুন হোং দ্রুত অন্য ক্ষেতে চলে যান। তিনি ট্র্যাক্টর চালিয়ে কৃষিকাজ শুরু করেন। মাঝেমধ্যেই তিনি অন্যদেরকে সূক্ষ্ম নেইল পলিস দিতে দেখে ঈর্ষান্বিত হন। কারণ তিনি কেবল কাদাকে ক্রিমের মতো ব্যবহার করেন। তবে এসব যন্ত্রপাতির মাধ্যমে কার্যকারিতা এবং গ্রামবাসীদের উপার্জন বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ বলে সুন হোং।

 

সুন হোং বলেন, ‘যন্ত্রপাতি চালানো সহজ কাজ। তবে মেরামত করা এবং কৃষিক্ষেতে পড়ে গেলে মন খুব খারাপ হয়। ব্লেড পরিবর্তন ও স্ক্রু করাসহ সব কাজ নিজেকেই করতে হয়।’

 

২০২০ সালে সুন হোং যন্ত্রপাতি সেবা সমবায় প্রতিষ্ঠা করেছেন। যন্ত্রপাতি সংস্কার, নতুন সরঞ্জাম গবেষণা ও উন্নয়ন করাসহ সবাইকে নিয়ে কাজ করে যেতে এবং আধুনিক কৃষি উন্নয়নে আরও অবদান রাখতে চান তিনি।

 

তিনি বলেন, ‘আমাদের সমবায়ের সদস্যরা এখন আরও বেশি তরুণ হয়েছে। তারা বিভিন্ন শিল্প থেকে এসেছে। নানা বয়সী হলেও তারা হাতে হাত রেখে সফলতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

 

রুবি/এনাম