বিভিন্ন খাতে এটি ফুলের ‘ভ্রমণ’
2023-06-23 10:01:53

গ্রাম ও ক্ষেতের বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্যের জন্মস্থান এবং ভূমি মানুষের ভালোবাসা বহন করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কৃষিকাজ উন্নয়নে খুব গুরুত্বারোপ করেন। বিভিন্ন কৃষিজাত দ্রব্যের মাধ্যমে গ্রামের পুনরুজ্জীবনে তাঁর গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এর মধ্যে পিওনি খুব বিশেষ ধরনের উদ্ভিদ। পিওনি ফুল চীনা সংস্কৃতিতে সম্পত্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। চীনে এর কয়েক হাজার বছরের ইতিহাস আছে। আজ আপনাদের নিয়ে চীনের শানতুং প্রদেশের হ্য চ্য শহরে যাবো, দেখি সেখানে পিওনি চাষের মাধ্যমে কিভাবে কৃষকের আয় বাড়ানো হয়েছে।

 


২০১৩ সালের ২৬ নভেম্বর, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হ্য চ্য শহর পরিদর্শন করেন। তিনি স্থানীয় পিওনি শিল্প বাগানে গিয়ে সেখানে পিওনি শিল্প উন্নয়ন, পিওনি সংশ্লিষ্ট পণ্য উত্পাদন এবং কৃষকের আয় বৃদ্ধিসহ বিভিন্ন অবস্থার খোঁজখবর নেন। সি চিন পিং তখন বলেছিলেন, একটি জায়গা উন্নত হতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভালো পথ খুঁজে বের করা। নিজের বৈশিষ্ট্যের ভিত্তিতে উন্নত করা।

 

সাম্প্রতিক বছরগুলোতে হ্য চ্য শহরের পিওনি শিল্পের নিজস্ব সুবিধা এবং শিল্পের ভিত্তিতে তা সমৃদ্ধভাবে উন্নত হচ্ছে, পিওনি ইতোমধ্যে স্থানীয় ফুলচাষীর ধনী হবার ‘সোনালি চাবিতে’ পরিণত হয়েছে।

একটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে, পিওনি হল কিংবদন্তি, লোক প্রথা, ইতিহাস ও কৃষির বাহক। হ্য চ্য শহরের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ কেন্দ্র, সংস্কৃতি ও পর্যটন ব্যুরো এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান পিওনির অনন্য সাংস্কৃতিক চেতনা সংরক্ষণ ও উত্তরাধিকার করার জন্য হাত মিলিয়েছে।

জিয়াং হংডং

হ্য চ্য শহরের মুদান ডিস্ট্রিক্ট অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ কেন্দ্র

মুদান ডিস্ট্রিক্ট হ্য চ্য শহরের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী কেন্দ্র পিওনি সংস্কৃতির উত্তরাধিকার এবং বিকাশে অবদান রেখেছে। প্রথমত, আমরা পিওনি সম্পর্কিত কিংবদন্তিগুলো প্রচার করি। দ্বিতীয়ত, আমরা পিওনি কিংবদন্তি এবং পর্যটন একত্রিত করে অনলাইন ও অফলাইন কার্যক্রমের আয়োজন করি।

ঝাং লি

হ্য চ্য মুদান ডিস্ট্রিক্টের সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর প্রধান

হ্য চ্য-এর পিওনি সংস্কৃতি সময়-সম্মানিত ও বিখ্যাত। পিওনির সুন্দর কিংবদন্তি হাজার হাজার বছর ধরে চলে আসছে। যেমন, থাং রাজবংশের নারী রাজা উ জেতিয়ান পিওনির দারুণ সৌন্দর্য দেখে আদেশ দেন যে, পিওনির মর্যাদা কমিয়ে দেওয়া হোক। "স্ট্রেঞ্জ টেলস ফ্রম লিয়াওজাই" তে রেকর্ড করা পিওনি ফেইরির গল্পগুলি টিভি সিরিজ ও সিনেমায় রূপান্তর করা হয়েছে। পিওনির কিংবদন্তি স্থানীয় মানুষের জীবনের অভিজ্ঞতা এবং নান্দনিকতা প্রদর্শন করে। এসব হ্য চ্য লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

পিওনি ফুল শোভনীয় হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। এটি চীনের একটি জাতীয় প্রতীক এবং গর্ব হয়ে উঠেছে। প্রতি বছর পিওনি ফুল ফোটার সময় কালচার ফেস্টিভ্যাল সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। এই বছরের উত্সব চলাকালীন, স্থানীয় ছাও চৌ পিওনি গার্ডেন "ওডে টু পিওনি""Ode to Peony" নামে জলের উপর একটি বড় আকারের লাইভ পারফরম্যান্স মঞ্চায়ন করে। চিত্তাকর্ষক নাটকটি হ্য চ্য’র পিওনি সংস্কৃতিকে প্রাণবন্ত করার জন্য হলোগ্রাফিক প্রজেকশন এবং ভিআর প্রযুক্তি ব্যবহার করে।

ছেং ইউফেং

পরিচালক, "ওডে টু পিওনি"

৩২তম হ্য চ্য আন্তর্জাতিক পিওনি সাংস্কৃতিক পর্যটন উৎসবে, আমরা এই দুর্দান্ত পারফরম্যান্সটি চালু করেছি। হ্য চ্য-এর গভীর ইতিহাস ও সংস্কৃতি আছে। পিওনি দেখতে মানুষ এখানে ভিড় করে। এই শহরের প্রতিনিধিত্ব করে ফুলটি। একই সময় পর্যটকরা হ্য চ্য হলুদ নদীর সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং স্থানীয় মানুষের আতিথেয়তার অভিজ্ঞতা নিতে পারে। হ্য চ্য একইভাবে চীনা এবং আন্তর্জাতিক অতিথিদের উপর গভীর ছাপ রেখে যাবে।

প্রয়োজনীয় তেল, চা, চীনামাটির বাসন, কাঠের খোদাই এবং প্রসাধনী-সহ শত শত সৃজনশীল পণ্য হ্য চ্য পিওনি শিল্পকে বাড়িয়ে তুলেছে। পিওনি কালচার ফেস্টিভ্যালের লক্ষ্য বিশ্বব্যাপী হ্য চ্য পিওনি ব্র্যান্ডের প্রচার এবং শক্তিশালী করা।

ঝাং জুন

ম্যানেজার, লংচি পিওনি ইন্ডাস্ট্রি কোং লিমিটেড

পিওনির কোন অংশই নষ্ট হয় না। এর শিকড়ের ঔষধি ব্যবহার রয়েছে এবং তেল উৎপাদন করা যায়। এর পাপড়ি দিয়ে চা বানানো যায়। পিওনি এর ঔষধি মূল্যের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি। বর্তমানে, আমরা চারটি সিরিজ জুড়ে দুই শ’টিরও বেশি পণ্য তৈরি করেছি। লোকেরা আমাদের অভিজ্ঞতা কেন্দ্রে পিওনি’র পণ্য ব্যবহার করে এবং পিওনি সংস্কৃতিতে নিমজ্জিত হতে পারে। পরবর্তীতে, ই-কমার্স, আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রদর্শনীর মাধ্যমে পিওনি পণ্য রপ্তানি করা হবে। আমি আশা করি, আরও বেশি লোক হ্য চ্য যাবে এবং আমাদের পণ্যকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

পিওনি একাধারে একটি আঞ্চলিক ও জাতীয় সম্পদ। পিওনির প্রতি এই আবেগ ২০১৯ সালে চায়না ফ্লাওয়ার অ্যাসোসিয়েশনের একটি গণ-জরিপে প্রতিফলিত হয়েছিল। ৮০শতাংশ মানুষ জাতীয় ফুল হিসেবে পিওনিকে ভোট দিয়েছিল।

 

পিওনির কিংবদন্তি এবং সাংস্কৃতিক চেতনা চীনা জনগণের সমৃদ্ধি ও শান্তির অন্বেষণকে প্রতিফলিত করে। সমসাময়িক যুগে, পিওনি সংস্কৃতিও উদ্ভাবনী উন্নয়ন অর্জনের জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে একীভূত হয়েছে।

পিওনি শুধুমাত্র সুপরিচিত চীনা সাংস্কৃতিক প্রতীক হয়েই ওঠেনি, বরং সারা বিশ্বের সাংস্কৃতিক বিনিময়েও অবদান রেখেছে।