চীনা র‍্যাপ গায়ক জেম
2023-06-22 10:10:00

 

আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন র‍্যাপ গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম তোং পাও শি বা জেম। চীনে র‍্যাপ সাধারণত নিশ মিউজিক (Niche Music) হিসেবে বিবেচিত হয়। তবে জেম প্রথমবারের মত র‍্যাপ সংগীত চীনের মেইনস্ট্রিম প্ল্যাটফর্মে প্রদর্শন করেন। অনেক মানুষ তার গানের মাধ্যমে র‍্যাপ জানতে পারে ও তা পছন্দ করে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন জেমের একটি সুন্দর গান ‘তোমার মামা’।গান ১

 

তো পাও শি ১৯৮৬ সালে চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে জন্মগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয়ের সময় তিনি বন্ধুর সঙ্গে একটি সংগীত দল প্রতিষ্ঠা করে র‍্যাপ গান গাওয়া শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের সময় তিনি ছাংছুন থেকে শ্যানসি প্রদেশের সি’আনে যান। সেখানে তিনি আরেকটি র‍্যাপ দল প্রতিষ্ঠা করেন এবং নিজে গান রচনা শিখেন। র‍্যাপ খুবই পছন্দ করায় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি জন্মস্থান ফিরে একজন স্বাধীন র‍্যাপ গায়ক হন। তার নাম ‘পাও শি’র অর্থ মনি, তাই মঞ্চের নাম ‘gem/জেম’ দেওয়া হয়।গান ২

 

২০০৭ সালে জেম ছাংছুনের একটি র‍্যাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরে নিজের সংগীত লেবেল ‘উ রেন ওয়েন হুয়া’ প্রতিষ্ঠা করেন। চীনে র‍্যাপ সংগীত কিছু মানুষ, বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয় হলেও দীর্ঘ সময় ধরে যা ‘Underground music’ হিসেবে ছিল। আর র‍্যাপ গায়কের খুব কম আনুষ্ঠানিক পারফর্ম্যান্সের সুযোগ পায়। স্থানীয় র‍্যাপ সংগীত মহলে বিখ্যাত হলেও জেমের জীবন দরিদ্র ছিল। ২০১৪ সালে জেল ছাংছুন থেকে ছেংতু শহরে যান, তার সংগীত জীবনেও নতুন পরিবর্তন হয়।গান ৩

 

২০১৬ সালে জেমের প্রথম অ্যালবাম প্রকাশ করেন, তবে বেশ ভালো সাড়া পায়নি। তখন চীনে লাইভস্ট্রিমিং ও ছোট ভিডিও প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়েছে। তাই জেম লাইভস্ট্রেমিং করতে শুরু করেন, এর মাধ্যমে সাধারণ মানুষ কি ধরনের সংগীত পছন্দ করে তা সম্পর্কে তিনি আরো বেশি জানতে পারেন। এ অভিজ্ঞতা পরবর্তীতে তার সংগীত রচনায় অনেক সাহায্য করেছিল। ২০১৯ সালে জেম র‍্যাপ গান ‘বন্য নেকড়ে ডিস্কো’ লিখেন। গানে র‍্যাপ সংগীতে চীনের উত্তর-পূর্বাঞ্চলের স্থানীয় সংস্কৃতি যুক্ত করে, মানুষের জীবনের খুব কাছাকাছি পদ্ধতিতে গানটি প্রদর্শন করা হয়। গানটি মুক্তির পর অনেক জনপ্রিয় হয়ে ওঠে। চীনের ইন্টারনেটে ৭ বিলিয়ন হিট হয়। জেমের নামও সবাই জানতে পারে। বন্ধুরা, এখন শুনুন জেমের জনপ্রিয় গান ‘বন্য নেকড়ে ডিস্কো’।গান ৪

 

‘বন্য নেকড়ে ডিস্কো’ জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে জেম চীনের প্রথম র‍্যাপ সংগীত টিভি শোতে অংশগ্রহণ করেন। যা খুব জনপ্রিয় ও সফল একটি টিভি শো, এর মাধ্যমে র‍্যাপ সংগীত আরো বেশি মানুষ শুনেছে, চীনে যা ‘Underground music’ থেকে জনসাধারণের সংগীতে পরিণত হয়। এই শোর জন্য জেমও আরো জনপ্রিয় হন। জেম ২০২০ সালের বসন্ত উত্সব গালায় আমন্ত্রিত হন, তিনি প্রথম বসন্ত উত্সব গালায় পারফর্ম করার র‍্যাপ গায়ক হন। বন্ধুরা, এখন শুনুন সেই র‍্যাপ টিভি শোতে জেম ও অন্য একজন র‍্যাপ গায়ক আফজেনির সঙ্গে গাওয়া একটি সুন্দর গান ‘কো হো নিউ আর’।গান ৫

 

নিজে গান গাওয়ার পাশাপাশি জেম অন্যান্য গায়কের জন্য গান রচনা করেন। বন্ধুরা, এবার আমরা একসঙ্গে শুনবো জেম চীনের জনপ্রিয় সংগীত দল ফিনিক্স লেজেন্ডের জন্য রচিত গান ‘শান হ্য থু’ বা ‘নদী ও পাহাড়ের মানচিত্র’। গানটি সংগীত দলের দুই গায়ক ও গায়িকার বৈশিষ্ট্য সুন্দরভাবে বর্ণনা করার পাশাপাশি অনেক ঐতিহাসিক কাহিনী, সাহিত্যিক রচনা ব্যবহার করে চমত্কার গানের কথার মাধ্যমে দেশের ইতিহাস সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও মর্যাদা তুলে ধরেন। বন্ধুরা, এখন জেম রচিত এবং সংগীত দল ফিনিক্স লেজেন্ডের গাওয়া জনপ্রিয় গান ‘শান হ্য থু’ বা ‘নদী ও পাহাড়ের মানচিত্র’ শুনুন।গান ৬

 

র‍্যাপ পাশ্চাত্য সংগীতশৈলী। তবে জেম এতে অনেক চীনা সংগীতের উপাদান, যেমন প্রাচীন বাদ্যযন্ত্র, লোকসংগীত, প্রাচীন চীনা ভাষা ও প্রাচীন সংগীতের নিয়ম যোগ করে অনন্য র‍্যাপ গান তৈরি করেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা জেমের রচিত ও গাওয়া চীনা বৈশিষ্ট্যময় একটি র‍্যাপ গান ‘নদীর উপর তুষার’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।