‘নোটবুক’
2023-06-21 10:50:04

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন হুই লিন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন হুই লিন, ১৯৭৩ সালের ১৩ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকংয়ের বিখ্যাত একজন গায়িকা এবং অভিনেতা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পার্সনস স্কুল অব ডিজাইন থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

১৯৯৪ সালে ছেন হুই লিন যুক্তরাষ্ট্র থেকে হংকংয়ে ফিরে আসেন। একবার তিনি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। এর মাধ্যমে তিনি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের সুযোগ পান।

 

১৯৯৫ সালে ছেন হুই লিন আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। উল্লেখযোগ্য বিষয় হল সঙ্গীত মহলে যোগ দেয়ার পর পরই তিনি বিভিন্ন পুরস্কার পান। ১৯৯৫ সালের ৫ অগাস্ট ছেন হুই লিনের অ্যালবাম ‘স্বর্গের সুর’ মুক্তি পায়। সেই বছরের ১ ডিসেম্বর, ছেন হুই লিনের অ্যালবাম ‘মাতাল প্রেমিকা’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন হুই লিনের গান ‘নোটবুক’। গানের কথায় বলা হয়, সঙ্গে নেয়া নোটবুক খুলে দেখি, ভিতরে অনেক কিছু লেখা আছে সব তোমার সম্পর্কিত। তুমি অন্যের উপেক্ষার ঘৃণা করো, অন্যরা তোমার অপেক্ষার পছন্দ করো। কেবল একাকী হলে আমার কাছে আসবে। আমি নিজের লেখা অনুভূতি  দেখেছি, নিজেকে বিনীত অবস্থানে রাখি। তোমার জন্য এত সময় অপেক্ষা করি, অশ্রু আসে। তবে সুখ ও আনন্দ কি? ভালোবাসা এত ব্যথা, ব্যথায় কাঁদি। কাঁদলে ক্লান্ত লাগে। নোটবুকে লেখা তোমার ভালো কথা, বার বার আমাকে প্রতারণা করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন হুই লিনের গান ‘আগে কখনই দেখি নি’। গানের কথাগুলো এমন: হাজারটি জানলা খুলে দিলেই এখানে আমার স্বপ্নে দেখা সমুদ্র খুঁজে পাই। শুধুই তোমার বাসায়, সে দৃশ্য সবচেয়ে সুন্দর। কার হাত, কার কাঁধ, বাসায় একইভাবে উষ্ণ। নীল সমুদ্র, নীল আকাশ, পৃথিবীর সবখানে গিয়েছি, তবে তোমার সেখানে দেখেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন হুই লিনের গান ‘আশা’। গানের কথাগুলো এমন: আকাশে ভেসে থাকা মেঘ এবং স্বপ্ন দেখো, জীবনে বাড়িতে ফেরার পথ দেখো। আগামীকালের সময় দেখো। দূরের স্মৃতিতে, তোমার হাসি, অন্ধ রাতে মনের দিক হারায়। আশার পাখা একদিন খুলে যাবে। আকাশে উড়বে।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন হুই লিন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)