জুন ২০: প্রিয় বন্ধুরা, কালের পরিক্রমায় চীন তার বিশাল সম্ভাবনা এবং অর্থনৈতিক শক্তির ক্রমাগত উত্থানের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। সিলিকন ভ্যালি থেকে জার্মানি এবং ওষুধ থেকে অটোমোবাইল সব দেশ ও খাতের ব্যবসায়ীরা নতুন উন্নয়নের সুযোগ খুঁজতে চীনে ভিড় করছেন। এই প্রবণতা বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে চীনের গুরুত্বপূর্ণ অবস্থানকে প্রতিফলিত করছে। পাশাপাশি, বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ডগুলো চীনের তরুণ প্রজন্মের গ্রাহকদের উপর কতটা নির্ভরশীল - তাও প্রমাণ করছে।
পূর্বাভাসে দেখা যায়, ২০২৫ সাল নাগাদ চীন বিশ্বের বিলাসবহুল পণ্যের বৃহত্তম বাজারে পরিণত হবে। গত ১৬ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটসের সাথে বৈঠক করেছেন।