‘প্রতিশ্রুতি’
2023-06-20 15:48:38

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ই জুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি ই জুন ১৯৬৯ সালের ২৭ জুলাই চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী।

 

১৯৮৭ সালের পয়লা অক্টোবর তাঁর প্রথম চীনা ভাষার অ্যালবাম ‘মিলন’ প্রকাশিত হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরই তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। লি ই জুন তখন থেকেই বিখ্যাত হয়ে ওঠেন।

 

১৯৮৮ সালের পয়লা মে লি ই জুন অপেরা স্কুল থেকে স্নাতক পাস করেন। সেই বছর তাঁর চীনা ভাষার অ্যালবাম ‘ভালো থাকো, বিদায়’ প্রকাশিত হয়। ১৯৮৯ সালের পয়লা জুলাই লি ই জুনের চীনা ভাষার অ্যালবাম ‘ফিরে দেখো’ প্রকাশিত হয়। এর সঙ্গে সঙ্গে তাইওয়ানে জিয়াং ইয়ু হেং-ও একই গান প্রকাশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন লি ই জুনের গান ‘প্রতিশ্রুতি’। গানের কথায় বলা হয়, আমি বুঝতে পারি না, এই বিশ্ব কেন আমাকে এত দুঃখের অনুভূতি দেয়। আমি জানি না, ভালোবাসা দুইজন মানুষ, কেন একটি প্রতিশ্রুতি রাখতে পারে না। আমি উপলব্ধি করতে পারি না, সময় সব কিছুকে পরিবর্তন করতে পারে। আমি বিশ্বাস করি না, অন্যকে দেয়া সৎ হৃদয় সহজেই সরে যায়। আমি বুঝতে পারি না, এই বিশ্বের মিলন ও বিদায়, শুধুই আমাদের তথাকথিত বিশেষ সম্পর্কের কারণে। আমি জানি না, এটা তোমার অজুহাত, না-কি আমি প্রেমকে অনেক সহজ ভাবতাম।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি ই জুনের গান ‘বৃষ্টি প্রজাপতি’। গানের কথাগুলো এমন: প্রেমের কারণে হৃদয় ভেঙে যায়। তবে কাউকে দোষারোপ করো না। কারণ পরিচিত হওয়া এত সুন্দর ব্যাপার, অশ্রু শুকিয়ে গেলেও, হৃদয় ধোঁয়ার মত হলেও, কোনো ব্যাপার না। আমি প্রজাপতি হবো, তোমার সঙ্গে উড়তে চাই। তোমার উড়ে যাওয়ায় ভয় পাই। যদিও তুমি আমাকে ভালোবাসো, আমাকে সান্ত্বনা দিও।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি ই জুনের গান ‘তোমাকে ভালোবাসার হৃদয় শীতকালে রেখেছি’। গানের কথায় বলা হয়, হাল্কা সিগারেট, প্রেম ধরে রাখে না। নিজের মুখ দেখি, অনেক দুঃখ থাকে। উষ্ণ একটি রাত, সারা বিশ্ব ধারণ করা যায় না, অবশেষে বুঝেছি, তার সবই মিথ্যা। আর আমাকে খুঁজবে না, আমার আত্মা আর তোমার জন্য মুগ্ধ হবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি ই জুনের আরেকটি গান, গানের নাম ‘ব্যথা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ই জুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)