স্ট্রেইটস ফোরাম: তাইওয়ান প্রণালীর দুই পারের সমন্বিত উন্নয়ন ও জাতীয় পুনর্মিলনের পথযাত্রা
2023-06-18 19:18:47

তাইওয়ান প্রণালীর দুই পারের সমন্বিত উন্নয়নের জন্য নতুন পথ অন্বেষণের প্রত্যাশা নিয়ে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হয়েছে ১৫তম স্ট্রেইটস ফোরাম বা প্রণালী ফোরাম।

চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস, ফুচিয়ান প্রাদেশিক সরকার এবং প্রণালীর উভয়পারের ৮২টি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।

তাইওয়ানের রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন শিল্পের পেশাদার এবং সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন ক্ষেত্রের ৫ হাজারের বেশি প্রতিনিধি যোগ দেন ফোরামে।

সম্মেলনে, মূল ভূখণ্ডের পক্ষ ঘোষণা করা হয় যে, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল তাইওয়ান প্রণালী জুড়ে সমন্বিত উন্নয়নের জন্য একটি নতুন পথ অন্বেষণ করতে এবং প্রদর্শনী অঞ্চল তৈরি করার জন্য ফুচিয়ানের প্রচেষ্টাকে সমর্থন করতে একটি নির্দেশিকা তৈরি করেছে।

২০০৯ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে স্ট্রেইটস ফোরাম ও ইয়ুথ স্ট্রেইটস ফোরাম। এখন পর্যন্ত স্ট্রেইটস ফোরাম প্রায় সাড়ে তিন লাখ অংশগ্রহণকারীকে সমন্বিতভাবে আকৃষ্ট করেছে, যা স্থিতিশীলতা, বিনিময় এবং উন্নয়নের জন্য তাইওয়ান প্রণালী উভয় পাশের মানুষের দৃঢ় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

 

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সম্মেলনে প্রেরণাদায়ী একটি অভিনন্দন বার্তা পাঠান।

বার্তায় তিনি বলেন, প্রণালী ফোরাম হলো চীনের দুই তীরের বিভিন্ন মহলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বেসরকারি পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। আশা করা যায়, এ ফোরাম তাইওয়ান প্রণালীর দু’তীরের মধ্যে বেসরকারি পর্যায়ের যোগাযোগ জোরদারে অতিরিক্ত প্রাণশক্তি যোগাবে।

সি চিন পিং বলেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন যাত্রার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যখন দেশ ও জাতি ভালো থাকবে, তখন তাইওয়ান প্রণালীর দু’তীরের দেশবাসীও ভালো থাকবেন।

প্রেসিডেন্ট সি আশ্বাস দেন, চীন তাইওয়ানের স্বদেশীদের সম্মান, যত্ন এবং সুবিধা প্রদান অব্যাহত রাখবে, ক্রস-স্ট্রেট অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা প্রচার করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন এগিয়ে নেবে। তিনি প্রণালীর উভয় প্রান্তের জনগণকে ইতিহাসের ধারার সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য, চীনা জাতির সামগ্রিক স্বার্থ রক্ষা করতে এবং আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশ এবং জাতীয় পুনর্মিলনে অবদান রাখার আহ্বান জানান।

প্রেসিডেন্ট সি’র বার্তা তাইওয়ানের মানুষের মনে উৎসাহের সঞ্চার করে। ফোরামে অংশগ্রহণকারী তাইওয়ানের জাতীয় মহিলা লীগের চেয়ারওম্যান লেই চিয়েন, বলেছেন, সির অভিনন্দন পত্রটি এ বার্তা দেয় যে, চীনা জাতির মহান পুনর্জীবনের ধারা অপ্রতিরোধ্য।

 

 

ফোরামের মূল সম্মেলনে যোগদানকারী তাইওয়ানের প্রতিনিধিরা ক্রস-স্ট্রেট সমন্বিত উন্নয়নকে আরও গভীর করতে দু’পারের জনগণের মধ্যে অধিকতর বিনিময়ের আহ্বান জানিয়েছেন। তাইওয়ান ভিলেজ চিফ ফ্র্যাটারনাল অ্যাসোসিয়েশনের প্রধান কুও ইউনহুই বলেন, ‘আমরা তৃণমূল স্তরের লোকেরা প্রণালী জুড়ে আরও বিনিময়ের আশা করি৷ যদি আমাদের মূল ভূখণ্ডে যাওয়ার সুযোগ থাকে তবে আমরা মূল ভূখণ্ডের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পারব। এর ফলে বিশ্বের মুষ্টিমেয় কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতিবিদের প্ররোচনায় লোকজন বিভ্রান্ত হবে না, যারা উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধের বীজ বপন করে’। 

তাইওয়ানের ব্যবসায়ীদের নজরও মূল ভূখণ্ডের বৃহত্তর বাজারে দিকে। প্রখ্যাত অর্থনীতিবিদ লিন ইফু ফোরামে বলেন, ‘মূল ভূখণ্ডের উন্নয়ন তাইওয়ানের স্বদেশীসহ সকল চীনা জনগণের জন্য সবচেয়ে বড় সুযোগ নিয়ে আসে’।

এসোসিয়েশন অফ তাইওয়ান ইনভেস্টমেন্ট এন্টারপ্রাইজেস অন দ্য মেইনল্যান্ডের (এটিআইইএম) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট উ চিয়া-ইং বলেন, তাইওয়ানের ব্যবসায়ীদের জন্য মূল ভূখণ্ডে নতুন জ্বালানি, নতুন উপকরণ এবং উচ্চ প্রযুক্তিনির্ভর উৎপাদনের মতো ক্ষেত্রগুলো অন্বেষণে প্রচুর সম্ভাবনা রয়েছে।

প্রণালীর দুপারে ব্যবসা-বাণিজ্যও উত্তরোত্তর বাড়ছে। এটিআইইএ’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি মিং-কুয়েই জানাান, ২০১২ থেকে ২০২২ পর্যন্ত, মূল ভূখণ্ডে তাইওয়ানের ব্যবসায়ীদের চালু করা বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ৮৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ২৯ হাজার ৭০০টি হয়েছে। মূল ভূখণ্ডে তাইওয়ানের প্রকৃত বিনিয়োগ ৫৭.০৫ বিলিয়ন থেকে বেড়ে ৭২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

আগামী দিনগুলো মূলভূখণ্ডে তাইয়ানের ব্যবসায়ীদের বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন লি।

এদিকে, তাইওয়ানকে ঘিরে মূলভূখণ্ডে ঐকান্তিক চাওয়াটি প্রতিধ্বনিত হয়েছে তাইওয়ানের রাজনৈতিক নেতাদের কণ্ঠে।

চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের শান্তিপূর্ণ পুনর্মিলনে প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন দ্বীপটির লেবার পার্টির নির্বাহী চেয়ারম্যান উ জাং-ইউয়ান।

উভয়পারের সমন্বিত উন্নয়নকে এগিয়ে নিয়ে কালক্রমে মার্তভূমির পুনরেকত্রীকরণ চীনের মূল-ভূখণ্ড ও তাইওয়ানের স্বদেশবাসীদের ঐকান্তিক চাওয়া।

মাহমুদ হাশিম

ঢাকা স্টেশন, চীন আন্তর্জাতিক বেতার ।