‘সে বলেছে’
2023-06-17 18:42:45

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরের চীনা প্রবাসী কন্ঠশিল্পী লিন জুন জিয়ে’র কন্ঠে ‘সে বলেছে’ শীর্ষক গান। ১৯৮১ সালে সঙ্গীত শিল্পী লিন জুন জিয়ে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। সঙ্গীত শিল্পী হলেও তিনি নিজেই গান লিখতে পারেন। তাঁর লেখা গানগুলো খুবই শ্রুতিমধুর ও মর্মস্পর্শী। আর এ কারণে তিনি একজন পেশাদার কন্ঠশিল্পীতে পরিণত হওয়ার আগেই অনেক বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য সুন্দর সুন্দর গান লিখেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ডারউইন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লিন জুন জিয়ে’র কন্ঠে ‘ডারউইন’ শীর্ষক গান। বন্ধুরা, প্রথমে আমরা শুনবো তাঁর কন্ঠে আরেকটি গান। গানের শিরনাম ' রোমান্টিক রক্ত'। চমত্কার এই গানটি আসলে আমি শুনি লিন চুন চিয়ের প্রথম গান হিসেবেই। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লিন জুন জিয়ে’র কন্ঠে ‘রোমান্টিক রক্ত’ শীর্ষক গান। তাঁর পিতামাতা দু’জনেই সংগীত জগতের পেশাদার মানুষ। এ কারণে তিনি ৪ বছর বয়সেই পিয়ানো বাজাতে শিখেছেন এবং ১৫ বছর বয়স থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১৯৯৬ সাল থেকে তিনি সিঙ্গাপুরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রেম অনুশীলন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লিন জুন জিয়ে’র কন্ঠে ‘প্রেম অনুশীলন’ শীর্ষক গান। সিঙ্গাপুরের পুরুষ হিসেবে এই কণ্ঠশিল্পীকে বাধ্যতামূলকভাবে সৈন্যদলে যোগ দিতে হয়েছে। তবে সৈন্য বাহিনীতেও তিনি একজন সাংস্কৃতিকর্মী হিসেবেই কাজ করতেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ছোটবেলা থেকে তাঁর সব অভিজ্ঞতা পরবর্তীতে তাঁর সঙ্গীত জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। ২০০৪ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় অ্যালবাম তাকে চরম সাফল্য এনে দিয়েছে। এ অ্যালবামটির কারণে তিনি চীনা ভাষার বর্ষসেরা নতুন কন্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন। এখন আমরা শুনব এ অ্যালবামের একটি গান। এখন আমরা শুনব 'মত্সকন্যা' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লিন জুন জিয়ে’র কন্ঠে ‘মত্সকন্যা’ শীর্ষক গান। বন্ধুরা, এখন আমরা শুনবো এ অ্যালবামের সবচেয়ে বিখ্যাত একটি গান। গানটির নাম 'জিয়াংনান'। জিয়াংনান আসলে চীনের ইয়াংসি নদীর দক্ষিণ দিকের একটি অঞ্চল। ওখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই চমত্কার। এখানে সাধারণত উচ্চবিত্তরাই বসবাস করে। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)