১৯৭৩ সালের ৩ জানুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন সুন ইয়াও ওয়ে। মূল-ভূভাগের কুয়াংতোং প্রদেশের ছাওচৌ তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং থেকে স্নাতক হন। তিনি হংকংয়ের একজন গায়ক, অভিনেতা ও উপস্থাপক।
১৯৯২ সালে সুন ইয়াও ওয়ে “তোমার সাথে পরিচিত হতে ভাল লাগে” গানটি দিয়ে জনপ্রিয় হন। ১৯৯৩ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম “আমি জানি, তুমি আমার জন্য অপেক্ষা করছো” প্রকাশিত হয়। ১৯৯৪ সালে তিনি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং থেকে স্নাতক হন এবং “ভালোবাসার গল্প-১”, “সাহসিকতার সাথে রাস্তা ধরতে হবে” এবং “প্রেমের আগুন” নামে তিনটি অ্যালবাম প্রকাশ করেন।
১৯৯২ সালে চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং গান লেখার প্রতিযোগিতায় সুন ইয়াও ওয়ে’র এক সহপাঠী গান সৃষ্টি করেন এবং তাঁকে গানটি গেতে আমন্ত্রণ জানান। তাঁদের শিল্পকর্ম বড় পুরষ্কার জিতে। পাশাপাশি, তাঁরা গ্রীষ্মকালীন ছুটিতে তাইওয়ানে একটি আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পান। সুন ইয়াও ওয়ে’র নেতৃত্বে দলটির মূল গান প্রতিযোগিতায় যোগ্যতা পুরষ্কার পায় এবং তাঁরা একটি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন।
১৯৯৫ সালে সুন ইয়াও ওয়ে “ভালোবাসার গল্প-২” এবং আরও দুটো অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম ইংরেজি অ্যালবাম “লাভ স্টোরি” প্রকাশ করেন এবং ১৯৯৭ সালে তিনি প্রথম জাপানিজ অ্যালবাম “ল্যাডি মুন” প্রকাশ করেন। একই বছর তিনি একটি চলচ্চিত্রেও অভিনয় করেন। বাহ, খুব প্রতিভাবান একজন মানুষ তিনি, তাইনা?
“যদি জীবনে গান থাকে” সুন ইয়াও ওয়ে ২০১০ সালের ৯ এপ্রিল প্রকাশিত “ম্যান ইন দ্যা মিরর” অ্যালবাম থেকে নেয়া একটি গান। তিনি নিজেই গানটির লিরিক্স ও সঙ্গীত রচনা করেন। এর আগে ভোকাল কর্ডে রক্তক্ষরণের কারণে তিনি ছুটি নিয়েছিলেন। ফিরে এসে তিনি গায়ক-গীতিকার হিসেবে নতুন ১১টি গান পরিবেশন করেন। “যদি জীবনে গান থাকে” গানটির মাধ্যমে জীবনের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে চান তিনি।
“সো ফার সো... ক্লোজ” হলো সুন ইয়াও ওয়ের ২০০৭ সালের ১৫ জুন প্রকাশিত একটি অ্যালবাম। তার আগে তিনি প্রধানত চলচ্চিত্র ও টিভির পর্দায় নিজের ক্যারিয়ার গড়েন। ২০০৭ সালে তিনি সঙ্গীত জগতে ফিরে “ভালোবাসার গল্প”-এর ধারাবাহিকতায় “অতীতের কথা ভেবে ভবিষ্যৎকে ভালবাসবো” নিয়ে নতুন গান ও সিলেক্টেড অ্যালবাম “সো ফার সো... ক্লোজ” প্রকাশ করেন। গত শতাব্দীর ৯০-এর দশকে তিনি গান গেয়ে চীনের মূল-ভূভাগে এবং হংকং ও তাইওয়ানে খুবই জনপ্রিয় হন। ২০০৭ সালে প্রেমের গানের এ রাজপুত্র আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে ফিরে আসেন। “সো ফার সো... ক্লোজ” ডাবল সিডিটি তাঁর একটি নতুন ক্যান্টনিজ অ্যালবাম। এতে আগের ১০টি পুরনো গান ছাড়াও নতুন দশটি গান অন্তর্ভুক্ত হয়।
(প্রেমা/এনাম)