উত্তর চীনের পরিষ্কার, সমৃদ্ধ এবং প্রাণবন্ত তিনটি গ্রাম
2023-06-16 13:55:01

চি লিন হলো চীনের একটি কৃষি প্রধান প্রদেশ। সাম্প্রতিক বছরগুলোতে চি লিন প্রদেশ গ্রামীণ পুনরুজ্জীবন এবং সুন্দর গ্রাম তৈরির চেষ্টা চালিয়ে আসছে। আমাদের সাংবাদিক সম্প্রতি প্রদেশটির তিনটি গ্রাম সফর করেন। পরিষ্কার, সমৃদ্ধ এবং প্রাণবন্ত হয়ে উঠেছে তিনটি গ্রাম। তা চি লিনের গ্রামগুলোর নতুন পরিবর্তন নির্দেশ করছে।

পরিষ্কার পেই কুও কুই গ্রাম

 

বাড়িঘরের পিছনে রয়েছে ঘন সবুজ বন। সামনে সুন্দর পুল। একটি ছোট নদী গ্রাম ঘিরে প্রবাহিত হয়েছে। গ্রামের সামনে একটি পুরোনো গাছ দেখা যায়। এ দৃশ্য চীনের চিয়াং নান অঞ্চলে নয়, বরং চি লিন প্রদেশের পান শি শহরের পেই কুও কুই গ্রামের। গ্রামটিতে প্রবেশ করলেই দেখা যায় পরিষ্কার রাস্তা এবং সুশৃঙ্খল বাড়িঘর। তবে আগে পরিবেশ এমন ছিল না।

 

গ্রামবাসী চাও চিন হাই বলেন, ‘অতীতে গ্রামাঞ্চলে স্যানিটেশনের অবস্থা খুব খারাপ ছিল, বিশেষ করে টয়লেটে যাওয়া অনেক কষ্টকর ছিলো।’ পেই কুও কুই গ্রামসহ উত্তর-পূর্বাঞ্চলের অনেক গ্রামেই টয়লেট সমস্যা প্রকট ছিল। এ সমস্যা সমাধানের জন্য সাম্প্রতিক বছরগুলোতে চিন লিন প্রদেশ ‘জলের উপযোগী হলে জল আর খরার উপযোগী হলে খরা থাকুক এবং জলের অগ্রাধিকার’ নীতিতে টয়লেট বিপ্লব ঘটিয়েছে।

 

‘আমাদের গ্রামে মল ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীভূত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে প্রতিটি পরিবার সরাসরি পাইপে কেন্দ্রীভূত স্থানে তাদের মল ফেলে। তা আমাদের জীবনকে ঠিক শহরের মানুষদের জীবনের মতো করেছে।’ গ্রামটির সিপিসি’র সম্পাদক রুয়ান রেন শেং এসব কথা বলেন।

 

চাও চিন হাই বলেন, ‘টয়লেটের সমস্যা সমাধান হয়েছে। তাই এ গ্রামের সন্তানেরা তাদের গ্রামের বাড়ীতে ফিরতে পছন্দ করেন।’

 

সমৃদ্ধ চিউ লিয়ান শান গ্রাম

 

চি লিন প্রদেশের ফু ইয়ু শহরের চিউ লিয়ান শান গ্রাম সোং লিয়াও সমতলের দূরবর্তী অঞ্চলে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী কৃষি গ্রাম। বর্তমানে চিউ লিয়ান শান গ্রামে প্রবেশ করা মাত্রই ‘শুভকামনা এবং সুখী ও দীর্ঘায়ু হোন’ শীর্ষক প্রথাগত বিনোদন, কাবাব মোড়, বেল্ট আকারের পার্ক, লাইটিং টার্নেলসহ নানা দৃশ্য সবাইকে চমকে দেয়।

 

চিউ লিয়ান শান গ্রামের সিপিসি’র সম্পাদক ইয়াং চিং লুং বলেছেন, ‘আমাদের গ্রামের বৈচিত্র্যের কথা বলতে গেলে স্টিকি শিম বান প্রক্রিয়াকরণ শিল্পের কথা উল্লেখ করতে হয়।’

 

বসন্তকালীন রোপণকাজ সমাপ্ত হওয়ার পরই গ্রামে স্টিকি শিম বান তৈরি শুরু হয়েছে। তাই চাল বাছাই করা, ধোয়া, সিদ্ধ করা, স্টিকি শিম বান তৈরি এবং প্যাকেট করাসহ নানা কাজে এখন ব্যস্ত রয়েছেন গ্রামবাসীরা। বক্সে করে এখানকার স্টিকি শিম বান নিখিল চীনের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

 

ইয়াং চিং লুং বলেন, ‘গ্রামটি এ শিল্পে মোটা বিনিয়োগ করেছে। এর বর্তমান উত্পাদন পরিমাণ ২ কোটি ৬০ লাখ ইউয়ান। ফলে ৮০ জনেরও বেশি গ্রামবাসীর কর্মসংস্থান হয়েছে। বাড়িতে থেকে উপার্জন করতে পারছেন বলে অনেকে বান বানানো শিখছেন।’

 

ছোট শিম বানে বড় ব্যবসা হয়। এটি আবার চিউ লিয়ান শান গ্রামের অনেক বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পের একটি।  এ গ্রাম স্টিকি শিম বানের ব্র্যান্ড তৈরি করার মাধ্যমে আরও পর্যটক আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে।  


 

প্রাণবন্ত মিং তোং গ্রাম

 

গ্রীষ্মকালের শুরুতে গ্রামাঞ্চলের কৃষিক্ষেতেগুলো নতুন করে সবুজ হয়ে উঠেছে। চি লিন প্রদেশের লুং চিন শহরের মিং তোং গ্রামে এক দল পর্যটক পুরোনো স্টাইলের ঐতিহ্যবাহী স্থাপনায় প্রবেশ করে সীমান্ত অঞ্চলের বৈশিষ্ট্যসম্পন্ন গ্রামীণ দৃশ্য উপভোগ করছেন।

 

মিং তোং গ্রামের সিপিসি’র সম্পাদক সুয়ান ছাং হাও অতীত স্মরণ করে বলেন, ‘আগে এ গ্রামের অনেকে অন্য স্থানে কাজ করতে যেতেন। গ্রামটিতে তখনকার বেশ কয়েকটি পুরোনো বাড়িঘরের ধ্বংসাবশেষ এখনো দেখা যায়। তখন পরিবেশও খুব খারাপ ছিল।’

 

গ্রামীণ পুনরুজ্জীবনের কাজ করার মাধ্যমে মিং তো গ্রাম তার সব অসুবিধাকে সুবিধায় পরিণত করেছে। এখানকার পুরোনো বাড়িগুলো পর্যটন উন্নয়নের ব্র্যান্ডে রূপ নিয়েছে। সীমান্ত অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য এবং জাতিগত সংস্কৃতি অনেক বেশি পর্যটক টানছে। পর্যটন শিল্প ধীরে ধীরে উন্নত হয়েছে। বিভিন্ন শিল্প বৃষ্টির পরে বসন্ত বাঁশের অঙ্কুরের মতো দ্রুত গড়ে উঠেছে এবং অবকাঠামো এবং জীবনযাত্রার পরিবেশে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রামবাসীদের পকেট ভরেছে, বুদ্ধিও অনেক বেড়েছে। অনেক গ্রামবাসী তাদের অব্যবহৃত কাঁচা বাড়ি সংস্কার করে হোমস্টে হোটেল নির্মাণ করেছেন।

 

চলতি বছরের মে দিবসের ছুটিতে মিং তোং গ্রামে আগত পর্যটকদের সংখ্যা ৩ হাজারে বেশি ছিল। সুয়ান ছাং হাও বলেন, ‘বর্তমানে মিং তোং গ্রাম অনেক ভালো হয়েছে। এখানকার ব্র্যান্ড আরও খ্যাতি পেয়েছে। আমরা গ্রামের অবকাঠামো সুবিন্যস্ত করার পরিকল্পনা করছি। ফলে গ্রামটি আরও বেশি পর্যটক আকর্ষণ করবে বলে আশা করছি।’

 

(রুবি/এনাম)