‘সাইকেল প্রেমিকা’
2023-06-14 18:44:23

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৌ সিয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হৌ সিয়ান, ১৯৭৯ সালের ১৪ ডিসেম্বর চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী এবং একজন সুরকার।

২০০৫ সালে হৌ সিয়ানের প্রথম অ্যালবাম ‘প্রাচীন, খেলা’ বাজারে আসে। দুই মাসের মধ্যে তা বিক্রি হয় এক লাখেরও বেশি কপি। ২০০৬ সালে হৌ সিয়ানের দ্বিতীয় অ্যালবাম ‘নবম রাজকুমারী’ প্রকাশিত হয়। ২০১০ সালে তাঁর চতুর্থ অ্যালবাম ‘বেবি ফেইস’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন হৌ সিয়ানের গান ‘সাইকেল প্রেমিকা’। গানের কথাগুলো এমন: ১৭ বছর বয়সের সাইকেল এবং আমি, মাথায় প্রেমের নদী। ক্লাস শেষ হয়, আমি শুধুই তোমার কথা ভাবি। ১৭ বছর বয়সের সাইকেল এবং আমি, পাহাড়ে উঠি এবং নামাই। প্রেমের পথ এত সুষ্ঠু নয়। ক্লাস শেষ হয়, আমি তোমায় দেখতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হৌ সিয়ানের গান ‘তুমি হেসেছো’। গানের কথায় বলা হয়, তোমার ব্যবহার করা সাইকেল পরিস্কার করি। তা চালিয়ে সমুদ্রতীরে যাই। আমি বইতে একটি প্রেমের গান লিখি, তুমি কখনই শুনো নি। মুখোমুখি আসা সমুদ্রের বাতাস, স্বপ্নের রং পাঠিয়েছে। জানালার বাইরে, সাদা কবুতর আছে। পায়ে বেঁধে আছে, তোমাকে দেয়া আমার চিঠি। প্রেমের দেবতা, আমাকে জাগিয়ে দেন। তুমি হেসেছো, আমি বুঝেছি, আর কি এর তুলনা করা যায়। লম্বা এই মুহূর্ত, প্রেম ঘটছে, কত আনন্দ হয়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চৌ সিয়ানের গান ‘কুনমিং হ্রদ’। গানের কথাগুলো এমন: কুনমিং হ্রদে বসন্তভ্রমণ করি। যেন বৃষ্টি পড়ছে। মুহূর্তে মনে হচ্ছে আমি অন্য শহরে আছি। তাহলে এই সুন্দর বসন্তের উপভোগ করি, তীর শুধু হ্রদের সঙ্গে ১৭টি কবিতার দূরে আছে। ফুল ফুটে, তবে ভালোবাসার কথা কিভাবে উল্লেখ করা যায়। কুনমিং হ্রদ, পানিকে অশ্রুতে পরিণত করে, আমি হৃদয়কে বসন্তের কাছে পাঠাতে চাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় জানানোর আগে আপনাদের শোনাতে চাই হৌ সিয়ানের আরেকটি গান, গানের নাম ‘সিয়াং চিয়াং নদীর পাশে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৌ সিয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)