২৯তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা শুরু হয়
2023-06-13 16:21:10


২৯তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত বেইজিংয়ের জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বইমেলা আন্তর্জাতিক প্রকাশনা শিল্প এবং পাঠকদের জন্য কপিরাইট বাণিজ্য, প্রকাশনা প্রদর্শনী, সাংস্কৃতিক বিনিময়, পেশাদার সেমিনার এবং পাঠ কার্যক্রম প্রচারের একটি বড় আকারের আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, বেইজিং আন্তর্জাতিক বইমেলা বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বইমেলা ও আন্তর্জাতিক কপিরাইট বাণিজ্যিক প্ল্যাটফর্ম। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বইমেলা। প্রতিবেদক ৮ তারিখে ২০২৩ বেইজিং আন্তর্জাতিক বইমেলার সংবাদ সম্মেলন থেকে জানতে পারেন যে, এই বইমেলায় ২ লাখেরও বেশি চীনা ও বিদেশি বই প্রদর্শিত হয়। এখন পর্যন্ত, ৫৬টি দেশ ও অঞ্চলের প্রায় দেড় হাজার প্রকাশনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অফলাইন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। চায়না বুক ইম্পোর্ট (গ্রুপ) কোং লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেসের ডিরেক্টর লেই জিয়ানহুয়া বলেন:

“আন্তর্জাতিক প্রদর্শকদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ইতালি, পোল্যান্ড, গ্রিস, রোমানিয়া, সার্বিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরান। পাশাপাশি, বিশ্বের শীর্ষ ৫০টির মধ্যে বেশিরভাগই প্রকাশনা সংস্থাগুলো প্রদর্শনীতে অংশ নিতে এসেছে।

চীন ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে আলজেরিয়া এই মেলায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে। গেস্ট অফ অনার বুথটি প্রায় ৫শ’ বর্গমিটার আয়তনের। প্রায় ৮শ’ ধরণের বই রয়েছে এবং কপিরাইট বাণিজ্য ও সাংস্কৃতিক প্রদর্শনীর মতো বিনিময় কার্যক্রম করেছে। চীনে আলজেরিয়ার রাষ্ট্রদূত হাসান রাবেসি বলেন:

আমরা এই বইমেলায় প্রচুর কার্যক্রম আয়োজন করব, যার মধ্যে আলজেরিয়ার অসামান্য ব্যক্তিদের আলজেরিয়ান সাহিত্য ও চলচ্চিত্রের উপর বক্তৃতা রয়েছে। এ ছাড়া প্রদর্শনী এলাকায় আলজেরিয়ান ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রদর্শনী থাকবে, তামার পাত্র, সিরামিক, ঐতিহ্যবাহী পোশাক এবং অন্যান্য বিভাগও রয়েছে। এ ছাড়া বইমেলার বিভিন্ন পার্শ্ব ইভেন্টে অংশ নেবে আলজেরিয়া। যেমন সংবাদ ও সাহিত্য সাক্ষাত্কার, শিল্প খাতের বইমেলা এবং প্রদর্শনীর সময় একটি 'আলজেরিয়ান নাইট' ইভেন্ট। যেখানে দু’দেশের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা আলজেরিয়ান সাহিত্য নিয়ে আলোচনা করবেন।

এ বছরের বইমেলা প্রথমবারের মতো একটি "ইন্টারনেট প্রকাশনা প্যাভিলিয়ন" স্থাপন করেছে এবং অনলাইন সাহিত্য ও অনলাইন গেমের মতো নতুন প্রকাশনার ফরম্যাটের প্রদর্শনী করছে।

জিনিয়া/তৌহিদ/শুয়েই