‘শেষ বারের মত’
2023-06-13 18:13:33

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং সিউ উন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চেং সিউ উন, ১৯৭২ সালের ১৯ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী।

 

১৯৮৮ সালে চেং সিউ উন হংকংয়ের নতুন কণ্ঠশিল্পীর সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। তার গান এই প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পায়।

১৯৯০ সালে উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক পাসের পর চেং সিউ উনের প্রথম অ্যালবাম ‘চেং সিউ উন’ প্রকাশিত হয়। এই অ্যালবামের ‘স্মরণ’ গানটি বিক্রি হয় ২৫ হাজার কপি।

 

বন্ধুরা, এখন শুনুন চেং সিউ উনের গান ‘আনন্দ, আনন্দ না’। গানের কথায় বলা হয়, কফির স্বাদ হাল্কা হয়েছে, কারণ বরফ গলে গেছে। কোনো ব্যাপার না। আর ভালোবাসে না, কারণ প্রেম নষ্ট হয়েছে। কোনো ব্যাপার না। আমরা আনন্দ নই, আনন্দ হওয়ার পর আর খুশি নয়। শেষ সেকেন্ডে, কাঁদা শুরু করি। শেষ সেকেন্ডে, আমাদের সম্পর্ক এই রকম হয়। কোনো ব্যাপার না, আমি অন্যকে ভালোবাসবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চেংসিউ উনের গান ‘শেষ বারের মত’। গানের কথায় বলা হয়, যদিও আমি মনের ভালোবাসা লুকিয়ে রাখতে পারি, যদিও আমি অন্যদিকে তাকাতে পারি, তবে তোমায় ভালো ভেবে, আমাদের সঙ্গে থাকার সময় ভেবে, আমি কিভাবে স্থির থাকব। যদি এই গান শেষবারের  মত তোমার জন্য গাই, যদি এই অনুভূতি শেষবারের মত তোমাকে বলি, যদি এই চোখ শেষবারের মত তোমায় দেখে। যদি এই প্রেমের কথা শেষবারের মতো তোমাকে বলি, সময় আরো আন্তরিক হবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চেং সিউ উনের গান ‘আদর্শ প্রেম’। গানের কথায় বলা হয়, এক একটি বিয়ের ছবি, চোখও তারার মতো উজ্জ্বল হয়। আমি তোমার সঙ্গে এমন ছবি তুলতে চাই, এটাই আমার আদর্শ। তবুও তা শুধুই স্বপ্ন, ভবিষ্যতে আরো অনেক সময় আছে, কেন সুখ এমন হয়। ভালোবাসা খালি রবে না।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো চেন সিউ উনের আরেকটি গান, ‘কিভাবে কাঁদি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং সিউ উন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)