এটি চীনের ইতিহাসে সবচেয়ে প্রাচীন রাজধানী শহর;
এখান থেকে শতাধিক রাজা দেশ প্রশাসন করেছেন;
মানুষ একে ১৩টি আমলের প্রাচীন শহর মনে করে;
শহরটি হল- মধ্য চীনের হ্য নান প্রদেশের লুও ইয়াং।
প্রাচীন নগরে হাঁটলে, মুহূর্তের মধ্যে প্রাচীনকালে ফিরে যাওয়া যায়। থাং রাজবংশের ভবন, সুং রাজবংশের দোকান, এক সেকেন্ডের মধ্যে যেন আবার কয়েকশ’ বছর পার হয়ে যায়, তারপর আবার মাথা উঠালে আধুনিক চীন চোখে পড়ে। ঐতিহ্যবাহী হান ফু পরা অভিনেত্রীরা নাচের মাধ্যমে প্রাচীন সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরেন। হান ফু পরা পর্যটকরা যেন ইতিহাসের আলোকচিত্রে ঘুরে বেড়ান। এখন লুও ই প্রাচীন নগর ইতোমধ্যে চীনা তরুণ-তরুণীদের হৃদয়ে হারানো দিনের সংস্কৃতি উপভোগের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে।