রোববারের আলাপন- ‘হাং চৌ এশিয়া গেমস ফান-রান’ ঢাকায় আয়োজিত
2023-06-11 19:49:11

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ এবং আকাশ।


বন্ধুরা, ‘হাং চৌ এশিয়া গেমস ফান রান’ সম্প্রতি ঢাকায় অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজন করা হয়েছে। এতে মোট সহস্রাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন। চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লে লি ওয়েন ও বাংলাদেশের অলিম্পিক কমিটির মহাসচিব সাইয়্যেদ শাহেদ রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


লে লি ওয়েন জানান, খেলাধুলার শক্তি মানুষকে একত্রিত করতে পারে। এবারের কার্যক্রম হাংচৌ এশিয়া গেমস প্রমোট করার পাশাপাশি বাংলাদেশের জনগণকে বন্ধুত্ব, শান্তি ও সহযোগিতার ধারণাও দিয়েছে। আয়োজক দেশ হিসেবে, চীন আন্তরিকভাবে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের হাংচৌতে এসে গেমসে অংশগ্রহণ করার আহ্বান জানায়। পাশাপাশি চীন আন্তরিকভাবে কামনা করে, বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জন করতে পারবে।


বাংলাদেশের অলিম্পিক কমিটির মহাসচিব সাইয়্যেদ শাহেদ রেজা জানান, এবারের ঢাকায় আয়োজিত ‘হাং চৌ এশিয়া গেমস ফান রান’ কার্যক্রম মানুষের নজর কেড়েছে। এতে হাংচৌ এশিয়া গেমসের চেতনা প্রতিফলিত হয়। যা বিভিন্ন পক্ষের বন্ধুত্ব ও একতা জোরদার করেছে।


কার্যক্রমে এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী বাংলাদেশ শিশু একাডেমি থেকে রওনা হয়েছেন। এরপর তারা রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় স্টেডিয়াম, জাতীয় ক্রিকেট মাঠ হয়ে অবশেষে শেখ রাসেল রোলার স্কেটিং হলে পৌঁছান।


অবশেষে অংশগ্রহণকারীরা কোমেমোরেটিভ মেডেল, সনদ এবং হাংচৌ এশিয়ার গেমসের মাস্কট উপহার পান।


‘হাং চৌ এশিয়া গেমস ফান রান’ এর আগে ইতোমধ্যে কম্বোডিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান, কুয়েত, সৌদি আরব ও মালদ্বীপে আয়োজন করা হয়েছিল। 


পাশাপাশি, হাংচৌ এশিয়া গেমসের সাংগঠনিক কমিটির প্রতিনিধি দল বাংলাদেশ অলিম্পিক কমিটি ও চীনা দূতাবাস সফর করেছিল। তারা হাং চৌ এশিয়া গেমসের প্রস্তুতিমূলক কাজ সবার সামনে তুলে ধরেছেন।


চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, হাংচৌ এশিয়া গেমস হচ্ছে চীন ও বাংলাদেশের তরুণতরুণীদের মধ্যে বোঝাপড়া জোরদার করা এবং দু’দেশের খেলাধুলা খাতের সহযোগিতা এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলাদেশ প্রতিনিধি দলের সুষ্ঠুভাবে চীনের এশিয়া গেমসে অংশগ্রহণে জন্য চীনা দূতাবাস কাজ করবে।


বাংলাদেশের অলিম্পিক কমিটির মহাসচিব সাইয়্যেদ শাহেদ রেজা হাংচৌ এশিয়া গেমসের প্রস্তুতিমূলক কাজের প্রতি উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি হাংচৌ এশিয়া গেমসের সাফল্য কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশ প্রতিনিধি দল হাংচৌ এশিয়া গেমসে ভাল ভূমিকা অর্জন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 


বাংলাদেশের অলিম্পিক কমিটির সূত্রে জানা গেছে, এবারের হাংচৌ এশিয়া গেমসে বাংলাদেশের প্রায় ২০০জনেরও বেশি খেলোয়াড় তীরধনুক, ফুটবল, কাবাডি, শুটিং, ক্রিকেট, হকি-সহ একাধিক ইভেন্টে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য যে, বাংলাদেশের প্রতিনিধি দল ২০১০ সালে কুয়াং চৌ এশিয়া গেমসের পুরুষ ক্রিকেটের স্বর্ণপদক অর্জন করেছিল। তা হচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দলের এশিয়া গেমসের ইতিহাসে প্রথম স্বর্ণপদক। 


ভাই, আপনি এবারের ‘হাং চৌ এশিয়া গেমস ফান রান’ ও হাং চৌ এশিয়ার গেমসের সম্পর্কে কি কি বলতে চান?

তৌহিদ:... 


ভাই, আমার মনে আছে, আগে আপনিও বাংলাদেশে একবার একটি অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সে সম্পর্কে আমাদের কিছু বলুন।

তৌহিদ:.. অলিম্পিক ডে রান কর্মসূচি।


আপনি চীনে এ ধরনের হাঁটা বা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? সে সবের কিছু অভিজ্ঞতা আমাদের বলতে পারবেন?

তৌহিদ:

চীনের বড় আকারের গেমস, যেমন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস, এবং চীনের গণশরীরচর্চা, আপনার কাছে কেমন লাগে। 

তৌহিদ: 

আশা করি ‘হাং চৌ এশিয়া গেমস ফান রান’সহ এধরনের গণশরীরচর্চা কার্যক্রম আরো বেশি আয়োজন করা হবে। যাতে আরো বেশি মানুষ খেলাধুলার আনন্দ উপভোগ করতে পারে এবং শরীরচর্চা করতে পারে।

(আকাশ/তৌহিদ)