‘বেইজিং সাদা টাওয়ার বা পাইথা সংস্কৃতি সপ্তাহ ২০২৩’ শুরু
2023-06-11 15:27:55

জুন ১০: ১০ জুন চীনের সপ্তম সংস্কৃতি ও প্রাকৃতিক উত্তরাধিকার দিবস। ‘২০২৩ সালের বেইজিং সাদা টাওয়ার অর্থাত্ পাইথা সংস্কৃতি সপ্তাহ’ নামে ধারাবাহিক অনুষ্ঠান বেইজিংয়ের পাইথা মন্দিরে শুরু হয়েছে।

এই কার্যক্রম ১৬ জুন পর্যন্ত চলবে। বিশেষ প্রদর্শনী, সংস্কৃতি আলোচনা সভাসহ দশ বারোটি অনুষ্ঠানের মাধ্যমে চীন ও নেপালের সমৃদ্ধ সংস্কৃতির সম্পদ তুলে ধরা হবে এবং দু’দেশের ঐতিহাসিক সংস্কৃতির বিনিময় ও উত্তরাধিকার রক্ষার সুফল তুলে ধরা হবে।

 

পাইথা অর্থাত্ সাদা টাওয়ার ১২৭১ সালে নেপালের শিল্পী আনিকোর আট বছর নকশার পর নির্মিত হয়েছে। যা চীনা জাতির উন্নয়ন, বেইজিংয়ের নগর সংরক্ষণ এবং চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ বিনিময়ের সুদীর্ঘ ইতিহাসের সাক্ষী।

(শুয়েই/তৌহিদ/আকাশ)