জুন ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কৃষি পণ্যের বৈদেশিক বাণিজ্য চলতি বছরের প্রথম চার মাসে ১১১.৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে তা ৯.৭ শতাংশ বেড়েছে।
কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের মতে, কৃষিপণ্যের রপ্তানি ৬.৪ শতাংশ বেড়ে ৩১.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে আমদানি ১১.২ শতাংশ বেড়ে ৭৯.৯৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
জানুয়ারি-এপ্রিল মেয়াদে বাণিজ্য ঘাটতি ৪৮.২৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি।
হাশিম/রহমান
তথ্য: সিনহুয়া।