ডক্টর মুহাম্মাদ একরাম হোসেনের সাক্ষাত্কার
2023-06-09 10:57:49

 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মুহাম্মাদ একরাম হোসেন। তিনি ২০১০ সালে চীন সরকারের ফুল স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য চীনে আসেন। সাফল্যের সাথে মাস্টার্স এবং পিএইচডি শেষ করে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টোরাল রিসার্স ফেলো এবং ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রিসার্স ফ্যাকাল্টি (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় পরিবেশ অধিদপ্তর (ডিওই) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এ কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে কর্মরত আছেন।

 

চীনে গবেষণা ও অধ্যাপনাকালে তিনি চীনের জাতীয় ও প্রাদেশিক স্তরের ৮টি গবেষণা প্রকল্পের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রকল্পগুলো চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ন্যাশনাল নেচারাল  সায়েন্স ফাউন্ডেশন, ন্যাশনাল ফিলোসফি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশন কর্তৃক অর্থায়িত। তার ৩০টির ও বেশি গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস-এ প্রকাশিত হয়েছে । 

 

তিনি চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও সংস্থায় একাডেমিক কনফারেন্সসহ পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে  অংশগ্রহণ করেছেন।

 

একাডেমিক ও পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে ডক্টর একরাম একাডেমিক সাফল্য এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উল্লেখযোগ্যসংখ্যক বৃত্তি, পুরষ্কার ও স্বীকৃতি পেয়েছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।