অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সাবমেরিন চুক্তির সমালোচনা করলেন চীনা কূটনীতিক
2023-06-09 15:20:13

জুন ৯, সিএমজি বাংলা ডেস্ক: ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি লি সং বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাঠামোর মধ্যে আন্তঃসরকারি আলোচনার প্রক্রিয়াকে সম্মিলিতভাবে প্রচার করতে এবং বাস্তব কর্মের মাধ্যমে সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ কর্তৃক জুনের নিয়মিত বৈঠকে বক্তৃতায় লি এই মন্তব্য করেন।

এই সময় অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র (এ ইউকে ইউএস) এর মধ্যে নিউক্লিয়ার সাবমেরিন সংক্রান্ত চুক্তির সমালোচনা করেন।

লি বলেন যে সুপরিচিত ভূ-রাজনৈতিক উদ্দেশ্যে, তিনটি দেশ নজিরবিহীনভাবে পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তির নীতি ও অনুশীলনের সীমানা অতিক্রম করেছে । তারা আন্তর্জাতিক পারমাণবিক অসম্প্রসারণকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে এই চুক্তি।

লি প্রশ্ন করেন, "তিনটি দেশ দাবি করেছিল যে আই এ ই এ -এর সচিবালয়ের সাথে পরিকল্পনার ব্যবস্থা ভবিষ্যতে নৌ-চুল্লী চাওয়া দেশগুলির জন্য একটি নজির স্থাপন করবে। কিন্তু তিনটি দেশকে তা করার অধিকার কে দিয়েছে?"

লি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াকে তাদের পারমাণবিক অপ্রসারণ দায়বদ্ধতা বিশ্বস্ততার সাথে পালন করার এবং সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অন্যান্য পক্ষের সাথে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

শান্তা/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন