জুন ৯: "বসন্তের আলোয়–সিনচিয়াং সংস্কৃতি ও শিল্প উত্সবে নতুন যুগের চিত্রপ্রদর্শনী”-তে সিনচিয়াংয়ের তেলচিত্রশিল্পী লিউ চিয়ানসিনের সৃষ্ট "মিষ্টি চা" সিরিজে সিনচিয়াংয়ের জনগণের মিষ্টি চা উপভোগ করার আনন্দময় সময়কে উপস্থাপন করা হয়েছে।
সিনচিয়াংয়ের সকল জাতিগোষ্ঠীর মানুষ চা পান করতে পছন্দ করে, যা তাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সারাদিনের কাজশেষে লোকজন টেবিলে বসে চা খায়। সামনে থাকে সাধারণ চায়ের কাপ এবং চা-পাতা, এক প্লেট চিনির কিউব। কয়েক কাপ চা খেলে, দিনের ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যায়, চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়। (ইয়াং/আলিম/ছাই)