সিনচিয়াংয়ে কর্মসংস্থানের বিপুল সুযোগ দিচ্ছে বিদ্যুৎকেন্দ্র
2023-06-09 19:14:07

জুন ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করে দিচ্ছে বিদ্যুৎকেন্দ্রগুলো। শুধু তাই নয়, এই অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতি পাল্টে দিতেও ভূমিকা পালন করছে এসব বিদ্যুৎকেন্দ্র।

সিনচিয়াংয়ের হোতান প্রিফেকচারে অবস্থিত চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলিমাকান। এই বিশাল মরুভূমির ভেতর দিয়ে চলে গেছে কালো রেখার মতো পাকা রাস্তা। দুই পাশে যতোদূর চোখ যায় পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের সোলার প্যানেল। চোখে পড়বে দেশটির সবচেয়ে বড় এই সৌরবিদ্যুৎ উৎপাদন পার্ক। আর এখানেই কাজ করছেন স্থানীয় তরুণরা। এমনই একজন আব্দুর রেশিত জামাল। পেশায় ইলেক্ট্রিশিয়ান এই তরুণ জানান, সহকর্মীদের নিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরবচ্ছিন্ন উৎপাদন তদারকি করেন তারা।

তিনি জানান, এখানে তিনি ২০২১ সাল থেকে কাজ করেন এবং সহকর্মী ও কর্মকর্তারা খুবই সাহায্য করে। এসব কেন্দ্রে আছে প্রশিক্ষণেরও সুযোগ। ফলে স্থানীয় কর্মীরা বেশ কিছু জটিল সমস্যার সমাধানও করতে পারে। কোম্পানিগুলো কর্মীদের ভালো বেতন দেয় বলেও উল্লেখ করেন তিনি।

সাজিদ/ শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস