বুদাপেস্টে চায়না ব্র্রান্ড ফেয়ার
2023-06-09 15:22:30

জুন ৯, সিএমজি বাংলা ডেস্ক: তিন বছর বিরতির পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৃহস্পতিবার আবার শুরু হয়েছে চায়না ব্র্যান্ড ফেয়ার (মধ্য ও পূর্ব ইউরোপ) ২০২৩। এই মেলা চীন ও হাঙ্গেরির মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক তুলে ধরে।

ষষ্ঠবারের মতো এই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনের মেলায় ২৩০টির বেশি চীনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড ডেভেলপমেন্ট ব্যুরোর মহাপরিচালক উ চেংফিং বলেন, ‘মেলাটি সমগ্র ইউরাপে একটি বার্তা দিচ্ছে এবং প্রদর্শনী, বাণিজ্য আলোচনা, বিনিয়োগ সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি প্লাটফর্মে পরিণত হয়েছে।’

তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) -এ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে হাঙ্গেরির কৌশলগত ভৌগলিক অবস্থান তুলে ধরেন এবং চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মতো আন্তর্জাতিক সরবরাহ রুট এবং লজিস্টিক পরিষেবাগুলো ব্যবহার করার প্রতি আহ্বান জানান।

শান্তা/সাজিদ

তথ্য ও ছবি: সিনহুয়া