সিনচিয়াং থেকে তিব্বত: পূর্ব গোলার্ধের জলবায়ুর ‘নিয়ন্ত্রক’ (২)
2023-06-09 10:40:08

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা তিব্বত নিয়ে কথা বলব।

 

>> পূর্ব এশিয়ার বায়ুমণ্ডলীয় সঞ্চালনের প্রতি বাধা

ছিংহাই-তিব্বত মালভূমি সরাসরি পূর্ব-এশিয়ার বর্ষাকালের ওপর প্রভাব ফেলে। শীতকালে মালভূমি বরফ ও তুষারে আবৃত থাকে, বায়ু পাতলা হয়, এবং তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। এভাবে একটি নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপকেন্দ্র গঠিত হয়। এই উচ্চচাপের কেন্দ্রটি মঙ্গোলিয়ান উচ্চচাপের সঙ্গে যুক্ত হয়। এতে, একদিকে, মালভূমির দক্ষিণ দিকে পশ্চিমা বাতাসের দক্ষিণ শাখার বায়ুপ্রবাহ শক্তিশালী হয়, অন্যদিকে, চীনের পূর্বাঞ্চলের উত্তর ও দক্ষিণের মধ্যে তাপমাত্রার পার্থক্য বৃদ্ধি পায়।

গ্রীষ্মকালে মালভূমির ভূমি শক্তিশালী সৌর বিকিরণ গ্রহণ করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এতে উচ্চ তাপমাত্রাযুক্ত নিম্নচাপের কেন্দ্র সৃষ্টি করে। এই নিম্নচাপ দৃঢ়ভাবে দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ-পশ্চিম উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহকে আকর্ষণ করে, যা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহকে আরও শক্তিশালী করে এবং উত্তর চিয়াংনান ও চিয়াংহুয়াই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একই সময়ে, মালভূমির উচ্চ উচ্চতায়, ভূমিতে ক্রমবর্ধমান বায়ুপ্রবাহের কারণে, মালভূমির চারপাশের বায়ু হালকা হয়  এবং মালভূমির উপরের বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধি পায়। যখন ছিংহাই-তিব্বত উচ্চচাপ পূর্ব দিকে অগ্রসর হয়, তখন এটি চীনের সিছুয়ান, শান’সি ও কুইচৌসহ বিভিন্ন স্থানে শুষ্ক আবহাওয়া নিয়ে আসে। এর ফলে ইয়াংজি নদীর মাঝখানে ও নিম্ন প্রান্তে বর্ষাকাল শেষ হয়ে আবারও গ্রীষ্মকালীন খরা দেখা দেয়।  

এর পাশাপাশি, ছিংহাই-তিব্বত উচ্চচাপ চীনের পূর্বাঞ্চলের গ্রীষ্মকালীন আবহাওয়া ও জলবায়ুর উপর একটি বড় প্রভাবও ফেলে। ছিংহাই-তিব্বতের উচ্চচাপের প্রভাবে উত্তর চীনে কখনও কখনও বেশি বৃষ্টিপাত হয় এবং জলাবদ্ধতা দেখা দেয়। তখন মধ্যচীনে কম বৃষ্টিপাত হয়। আবার ছিংহাই-তিব্বতের উচ্চচাপের প্রভাবে ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন প্রান্তে বেশি বৃষ্টিপাত ও জলাবদ্ধতাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে উত্তর চীনে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। উচ্চচাপের প্রভাবে কখনও কখনও ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকায়, সিচুয়ান প্রদেশের পূর্ব দিকে, এবং কুইচৌ অঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং সিছুয়ান প্রদেশের পশ্চিম দিকে ও উত্তর চীনে বৃষ্টি কম হতে পারে। যদি এই উচ্চচাপ সরে যায় পূর্ব দিকে, তাহলে এটি ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন প্রান্তে শুষ্ক আবহাওয়া নিয়ে আসবে, যার ফলে বর্ষাকাল এখানে শেষ হয়ে আবারও গ্রীষ্মকালীন খরা দেখা যাবে।  

দেখা যাচ্ছে, ছিংহাই-তিব্বত মালভূমি চীনের পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম অংশে জলবায়ু পরিবর্তনকে গভীরভাবে প্রভাবিত করে। যদি ছিংহাই-তিব্বত মালভূমির বাধামূলক ভূমিকা না থাকে, তাহলে চীনের বেশিরভাগ অংশই পশ্চিমা বাতাস দ্বারা প্রভাবিত হতো। আর এমনটা হলে, চীনের জলবায়ু হতো অন্যরকম। তিব্বতের জলবায়ুর পরিবর্তন সরাসরি চীনের পূর্ব ও দক্ষিণ-পূর্বের জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে, এবং উত্তর গোলার্ধের ওপরও বড় প্রভাব ফেলে। এমনকি, বৈশ্বিক জলবায়ুর ওপরও এই মালভূমির প্রভাব রয়েছে।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।(উর্মি/আলিম)