চীনে পৌঁছেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারো ক্যাস্ত্রো
2023-06-09 15:18:42

জুন ০৯, সিএমজি বাংলা ডেস্ক: ৬ দিনের রাস্ট্রীয় সফরে চীনে এসেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট ইরিস সিওমারা ক্যাস্ত্রো সারমিয়েন্টো।

শুক্রবার সকালে তিনি সাংহাইয়ে পৌঁছেন। এখানে দুই  দিন থাকার কথা রয়েছে তার। এসময় ব্রিক্স নিউ ডেভলপমেন্ট ব্যাংকের সদরদপ্তর এবং হুয়াওয়ে টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার তিনি পরিদর্শন করবেন।

এরপর বেইজিংয়ে যাওয়ার কর্মসূচি রয়েছে তার। সেখানে চীনের সরকার প্রধান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন হন্ডুরাসের প্রেসিডেন্ট।

সম্প্রতি চীন ও হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। গেল ২৬ মার্চ উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে এ বিষয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

এরই মধ্যে দেশটির রাজধানী তেগুসিগালপায় দূতাবাস খুলেছে চীন। হন্ডুরাসও শিগগির চীনে নিজেদের দূতাবাস খুলতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চীন সফরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট। আগামী ১৪ জুন পর্যন্ত চীন সফরের কথা রয়েছে তার।

এইচআরএস/শান্তা

তথ্য: চায়না ডেইলি