চীন একক রকেটে রেকর্ড সংখ্যক ২৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে
2023-06-08 18:34:11

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: একটি লিচিয়ান ওয়ান ক্যারিয়ার রকেট উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ  সেন্টার থেকে সম্প্রতি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং এর মাধ্যমে রেকর্ড সংখ্যক ২৬টি উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে।

এটি লিচিয়ান ১ ক্যারিয়ার রকেটের দ্বিতীয় ফ্লাইট এবং চীনের ইতিহাসে একটি রকেট দ্বারা বহন করা সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট। লিজিয়ান-১ এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় সলিড-ফুয়েল ক্যারিয়ার রকেট।

উৎক্ষেপণ কেন্দ্র এবং ডেভেলপারদের মতে, লিচিয়ান ওয়ান  ওয়াই টু ক্যারিয়ার রকেট দ্বারা প্রেরিত উপগ্রহগুলি মূলত প্রযুক্তি যাচাইকরণ এবং বাণিজ্যিক রিমোট সেন্সিং তথ্যের জন্য ব্যবহার করা হবে।

লিজিয়ান-ওয়ান চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস (সিএএস) এবং সিএএস স্পেস এর মেকানিক্স ইনস্টিটিউট তৈরি করেছে।

শান্তা/ হাশিম

তথ্য: সিজিটিএন