এশিয়ায় ন্যাটোকে স্বাগত জানাবে না চীন
2023-06-08 18:45:39

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কোন কার্যক্রমকে স্বাগত জানানো হবে না বলে জানিয়ে দিয়েছে চীন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। রাজধানী বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনপিন বলেন, এশিয়া অঞ্চলের সঙ্গে উত্তর আটলান্টিকের ভৌগলিক কোন সামঞ্জস্য নেই। কাজেই এই অঞ্চলে ন্যাটোর তথাকথিত ‘এশিয়া প্যাসিফিক ভার্সন’ এর কোন দরকার নেই।

আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে জাপানের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাপানে ন্যাটোর একটি লিয়াজোঁ অফিস খোলার ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরোধিতার বিষয়ে করা প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে পূর্ব দিকে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে চায় মন্তব্য করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, তারা আসলে কী অর্জন করতে চায়?

এই অঞ্চলের বেশিরভাগ দেশ সামরিক ব্লক তৈরির প্রচেষ্টার বিরোধিতা করেছে উল্লেখ করে চীনা মুখপাত্র বলেন, ন্যাটো সম্প্রসারণ বিষয়ক আলোচনা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে এশীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। তিনি বলেন, কোন ধরনের ঠাণ্ডা লড়াইকে অনুমোদন করবে না এশিয়া।

সাজিদ/ শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস