লন্ডন-বেইজিং সরাসরি নতুন বিমান রুট
2023-06-08 18:39:11

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: চায়না সাউদার্ন এয়ারলাইন্স বুধবার লন্ডন এবং বেইজিংকে সংযুক্ত করে একটি নতুন সরাসরি ফ্লাইট পরিষেবা উদ্বোধন করেছে।

 

নতুন খোলা রুটটি প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করছে। লন্ডনের  হিথ্রো বিমানবন্দর থেকে রাত ১০.৩০ এ  বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। প্রায় ১০ ঘন্টা উড্ডয়নের পর বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে এই ফ্লাইট।

 

তাসিং বিমানবন্দরে পৌঁছানোর পর, যাত্রীরা চীনের বিভিন্ন শহর যেমন কুয়াংচৌ, শেনচেন, সিয়ামেন, ছোংছিং এবং ছাংশা সেইসাথে টোকিও, ওসাকা, তাসখন্দ এবং আরও অনেক আন্তর্জাতিক গন্তব্যে যেতে পারে।

 

নতুন এয়ার সার্ভিসটি এয়ারবাস এ –৩৫০ বিমান দ্বারা পরিচালিত হয় । দুই শহরের মধ্যে প্রতিদিন ৬০০ জনের বেশি যাত্রী পরিবহন করবে বলে আশা করা হচ্ছে।

 

এয়ারলাইন্সের লন্ডন অফিসের জেনারেল ম্যানেজার চেন খ্য বলেন, এই বিমান রুটটি চালু হওয়ার ফলে ব্রিটেন ও চীনের মধ্যে সংযোগ ও সহযোগিতার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদানের ক্ষেত্রে নতুন প্রাণশক্তি সৃষ্টি হবে।

 

শান্তা/সাজিদ