জুন ৮: গ্রীষ্মের বৃষ্টির পর নালাটির তৃণভূমি প্রাণশক্তিতে ভরপুর। এই সময়ে, তৃণভূমির আকাশ আরও নীল হয়; মেঘ ও কুয়াশা পাহাড়ে সাঁতার কাটে; মাঝে মাঝে হাওয়া বয়, এবং পাহাড়ের সবুজ ঘাস ও ফুল বাতাসে যেন নৃত্য করে। দূরের তুষার-ঢাকা পাহাড় রোদে আরও বেশি ঝলমল করে; সাদা তুষার ও পায়ের নীচে সবুজ ঘাস যেন একে অপরের পরিপূরক। বৃষ্টির পরে তৃণভূমির সৌন্দর্য অন্যরকম। অনেক পর্যটক ও ফটোগ্রাফার এর প্রতি আকৃষ্ট হন।
(ইয়াং/আলিম/ছাই)