চীনের বন্দরে কনটেইনার থ্রুপুট ৪ মাসে ৪.৮ শতাংশ বেড়েছে
2023-06-08 18:58:37

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বন্দরে কনটেইনার থ্রুপুট ২০২৩ সালের প্রথম চার মাসে বছরে ৪.৮ শতাংশ বেড়েছে।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে, দেশের বন্দরগুলোতে প্রায় ৯৫.৪৩ মিলিয়ন ইউনিট বিশ ফুট সমতুল্য কনটেইনার হ্যান্ডলিং করা হয়।

চীনের বন্দরে মোট কার্গো থ্রুপুট একই সময়ে দাঁড়িয়েছে ৫.২৮ বিলিয়ন টন, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে ৭.৬ শতাংশ বেশি৷ বৈদেশিক বাণিজ্যের জন্য কার্গো থ্রুপুট বছরে ৮.১ শতাংশ বেড়েছে৷

শুধুমাত্র এপ্রিল মাসে, চীনের বন্দরে কার্গো থ্রুপুট বছরে ১১.৮ শতাংশ বেড়েছে, যেখানে কন্টেইনার থ্রুপুট ৮.৬ শতাংশ বেড়েছে।

হাশিম/সাজিদ

তথ্য: সিসিটিভি