চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৫.৬% করেছে বিশ্বব্যাংক
2023-06-08 18:56:19

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতিতে এ বছর ৫.৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক, যা তার জানুয়ারির পূর্বাভাস থেকে ১.৩ শতাংশ পয়েন্ট বেশি।

মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংক তার প্রতিবেদনে বলেছে যে, চীনে অর্থনৈতিক কার্যকলাপ ২০২৩ সালের শুরুতেই গতি পেয়েছে। দেশটি কোভিড-১৯ পরিস্থিতি অপ্টিমাইজ করেছে  এবং অভ্যন্তরীণ ভোগপ্রবণতা বিশেষ করে গার্হস্থ্য পরিষেবাগুলোতে ব্যয় বেড়েছে।

চীনের প্রবৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংকের এ পূর্বাভাস এপ্রিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভবিষ্যদ্বাণীর চেয়ে ইতিবাচক। ওই পূর্বাভাসে বিশ্বব্যাংক চীনের ৫.২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছিল। 

চীন এ বছর তার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় ৫ শতাংশ নির্ধারণ করেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, এটি প্রথম তিন মাসে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

হাশিম/সাজিদ

তথ্য: চায়না ডেইলি।