চীনের বিশিষ্ট বিজ্ঞানী লু ইয়ুয়ানচিউর মৃত্যু
2023-06-07 21:10:36

জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশিষ্ট বিজ্ঞানী লু ইয়ুয়ান চিউ মঙ্গলবার বেইজিংয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। চীনের সর্বোচ্চ সম্মান চীনা কমিউনিস্ট পার্টির পহেলা জুলাই পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী চীনের মহাকাশ বিজ্ঞান চর্চার অন্যতম স্থপতি। তিনি অটোমেটিক কনট্রোল, গাইরোস্কোপ এবং ইনারশিয়াল নেভিগেশন প্রযুক্তির বিশেষজ্ঞ ছিলেন।

১৯২০ সালে আনহুই প্রদেশে জন্মগ্রহণ করেন লু।

তিনি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন এবং চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি করপোরেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

১৯৭৮ থেকে ১৯৮৩ পর্যন্ত লু বেইজিং ইন্সটিটিউট অব অ্যারোস্পেস কনট্রোল ডিভাইসের পরিচালক ছিলেন। তিনি অ্যাস্ট্রোনটিকস মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীও ছিলেন।

জাতি এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রতি তার সেবা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ, লু ২৯ জন পার্টি সদস্যের অন্যতম যিনি ২০২১ সালের জুনে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কাছ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন।

শান্তা/হাশিম