‘দীর্ঘসময় দূরে থাকা মানুষ’
2023-06-06 15:02:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাই শুয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

বাই শুয়েই, ১৯৭৫ সালের ২৮ ফেব্রুয়ারি চীনের চ্য চিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৯৪ সালে বাই শুয়েই-এর প্রথম অ্যালবাম ‘স্থানচ্যুতি’ প্রকাশিত হয়। সেই বছর তিনি কাজাখস্তানে আয়োজিত ‘এশিয়ার কণ্ঠ’ নামের পপ সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

 

১৯৯৫ সালে বাই শুয়েই-এর আরেকটি অ্যালবাম ‘প্রাচীনকালের গান’ বাজারে আসে। ১৯৯৬ সালে তাঁর অ্যালবাম ‘তোমাকে ছেড়ে দেওয়া আমার ইচ্ছা নয়’ মুক্তি পায়। ১৯৯৯ সালে তাঁর তৃতীয় অ্যালবাম ‘নারীর হৃদয়, নারীর স্বপ্ন’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন বাই শুয়েই-এর গান ‘দীর্ঘসময় দূরে থাকা মানুষ’। গানের কথাগুলো এমন: দীর্ঘসময় দূরে থাকা মানুষ, আবার দেখার আকাঙ্ক্ষা করে। আবার দেখা হলেও সময় দ্রুত যাওয়ার ভয় পায়। অতীতের অনুভূতি, অতীতের স্বপ্ন। তোমার মনে আছে? সেই শরত্কালের ঠান্ডা দিন। তোমার মনে আছে, মন্দিরের কাঠের মাছের শব্দ। কিভাবে গ্রীষ্মকালে রাতের পোকার গান ভুলে যাও, কিভাবে শীতকালের ভোরে তুষারে হাঁটার শব্দ ভুলে যাও। তুষারের মত হৃদয়, রংধনুর মত স্বপ্ন।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বাই শুয়েই-এর গান ‘বসন্তকালের দৃশ্য এত সুন্দর’। গানের কথাগুলো এমন: আমাদের স্মৃতি আছে, সেই শীতকালের কথা। শীতকালের পাহাড়ে, বসন্তের চিহ্ন দেখা যায়। আমাদের গল্প, সেই বসন্তকালের কথা বলে। বসন্তকালের সুন্দর সময়, আমাদের হৃদয়ে থাকে। আমরা ধীরে ধীরে অতীতের কথা বলি, হালকা বাতাস শীতের ঠান্ডা সরিয়ে নেয়। আমাদের চোখে বসন্তকাল, অনেক রহস্যময়। এটাই হল বসন্তকালের সৌন্দর্য। বসন্তকাল আন্তরিক মৈত্রী নিয়ে আসে। আমাদের চোখের বসন্ত।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বাই শুয়েই-এর আরেকটি গান, গানের নাম ‘ফিরে আসি’। গানের কথাগুলো এমন: ঠান্ডা চাঁদের আলো, গভীর সমুদ্র। তুমি সময়ের ওপর শুয়ে থাকে। ফিরে যাওয়ার প্রতিটি পথে চুমু দাও, অতীতের স্বপ্ন, দূরের সে মানুষ। প্রতিবার সুন্দর স্বপ্ন থেকে জেগে উঠি, আনন্দের কারণে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো বাই শুয়েই-এর আরেকটি গান, গানের নাম ‘প্রাচীনকালের গান’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাই শুয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)