কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা প্রসঙ্গ
2023-06-05 15:00:45

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের উদ্যোগে কারিগরি খাতে দক্ষ ব্যক্তিদের সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে তাঁরা নিজেদের দক্ষতা অর্জন, চর্চা ও উন্নয়নের গল্প বলেন। বস্তুত, তাঁরা চীনের কারিগরি দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ীদের প্রতিনিধি। এবার প্রতিযোগিতায় ৩০ জন সেরা ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনের কারিগরি খাতে দক্ষ ব্যক্তিদের গল্প এবং দেশের উন্নয়নে বিভিন্ন ভাষার শিক্ষার্থীদের প্রশিক্ষণ-পরিকল্পনা নিয়ে কথা বলব।

 

জনাব লি হুই টানা ৩১ বছর ধরে ইয়ুননান প্রদেশের খুনমিং শহরের বিদ্যুত্ সরবরাহ ব্যুরোর রিলে-রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এখন সিনিয়ার প্রযুক্তিবিদ হিসেবে কাজ করছেন। তাঁর দৃষ্টিতে বিভিন্ন উত্পাদনকাজে প্রযুক্তিবিদদের ভুমিকা ও অবস্থান অপরিহার্য। কারণ, একটি নতুন প্রযুক্তির দুর্বলতা থাকে কি না, প্রকৌশলের ডিজাইন প্রস্তাবে কোনো সমস্যা থাকে কি না, বা অনুশীলনের শেষ পদক্ষেপ ঠিক আছে কি না, এসব জানার জন্য প্রযুক্তিবিদের প্রয়োজন। যদি সঠিকভাবে এসব নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বিভিন্ন পণ্যের মান নিশ্চিত করা যায়। আর যদি তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পণ্যের মানও খারাপ হয় বা অন্তত খারাপ হবার ঝুঁকি থাকে।

 

প্রযুক্তিবিদদের চ্যালেঞ্জ সম্পর্কে বেইজিং নর্থ গাড়ি গ্রুপ লিমিডেট কোম্পানির সিএনসি মিলিং শীর্ষ প্রযুক্তিবিদ মা সিয়াও কুয়াং বলেন, অতীতে প্রযুক্তিবিদদের কাজের সামাজিক মর্যাদা তুলনামূলকভাবে অনেক কম ছিল। ১৯৯৮ সালে তিনি কারিগরি স্কুল থেকে স্নাতক হওয়ার পর ফিটার, মিলিং, সিএনসি মিলিং ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন পদে কাজ করেছেন। কারখানার ২০টিরও বেশি ধরনের সিএনসি মেশিন টুল নিয়ন্ত্রণ করেছেন এবং ২৫ বছর ধরে মনোযোগ দিয়ে সিএনসি মেশিনিং প্রযুক্তির গবেষণা করেছেন।

 

বিশেষ ধরনের গাড়ি, টুলিং,  হাইড্রোলিক ট্রান্সমিশনসহ বিভিন্ন উত্পাদন-প্রক্রিয়ায় তিনি উন্নত উত্পাদন-পদ্ধতিতে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন এবং সংশ্লিষ্ট পণ্যের মান ও কার্যকারিতা বাড়াতে ভূমিকা রেখেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমস, এপেক সম্মেলন, এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আতশবাজি প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করতে তাঁর নেতৃত্বে একটি কর্মদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন কর্মদল ৩০০টিরও বেশি প্রকল্পের গবেষণাকাজের জন্য ২০টিরও বেশি সৃজনশীল পুরস্কার লাভ করেছে। ১০টি জাতীয় পর্যায়ের পেটেন্টও আছে দলটির।

 

একজন সাধারণ কারিগরি স্কুলের প্রযুক্তিকর্মী থেকে চীনের জাতীয় দক্ষ প্রযুক্তিবিদে পরিণত হয়েছেন মা সিয়াও কুয়াং। গত বছর থেকে তিনি কোম্পানির প্রথম দফার শীর্ষ প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্বপালন শুরু করেন এবং তাঁর মাসিক বেতনও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সমান হয়েছে। তাঁর দৃষ্টিতে নতুন যুগে দেশের দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে প্রযুক্তিকর্মীদের আরও বেশি সৃজনশীল হবার ও বিভিন্ন কাজে নতুনত্ব আনার সুযোগ আছে।

 

চীনের জাহাজ নির্মাণ গ্রুপ লিমিডেট কোম্পানির জাহাজ ঢালাইকারীর সিনিয়র প্রযুক্তিবিদ ওয়ে ফেং ইয়ুন বলেন, দেশের দ্রুত উন্নয়নের কারণে প্রযুক্তি খাতের দক্ষ ব্যক্তিরা এখন পদোন্নতির ব্যাপক সুযোগ পাচ্ছেন। তাঁরা প্রযুক্তিবিদ, দক্ষ প্রযুক্তিকর্মী ও উন্নত দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞসহ বিভিন্ন পদে নিয়োগ পেতে পারেন।

 

চীনের জাহাজ নির্মাণ গ্রুপ লিমিডেট কোম্পানির দু’জন ৪০ বছর বয়সী প্রযুক্তিকর্মী এখন চীনের রাষ্ট্রীয় পর্যায়ের দক্ষ প্রযুক্তিবিদের মর্যাদা পেয়েছেন। তাদের অভিজ্ঞতা দেখে কোম্পানির যুবকর্মীদের আগ্রহও ব্যাপকভাবে বেড়েছে এবং তাঁরা আগের চেয়ে বেশি উত্সাহের সাথে কাজ করছেন।

 

ওয়েই ফেং ইয়ুন একজন নারী প্রযুক্তিবিদ। ১৯৯৬ সালে তিনি স্কুল পাস করার পর জাহাজ ঢালাইকারীর কাজে যোগ দেন। একজন ঢালাইকারী কর্মী হিসেবে তাঁর দৈনিক কাজ ছিল জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ঢালাই করা। কয়েক দশক ধরে ঢালাইকাজ করার ফলে তাঁর গলায় অনেক ছোট ছোট দাগ পড়েছে। ঢালাই করার সময় ছিটকে আসা গরম লোহার কণার কারণে এমনটি হয়েছে। তিনি মজা করে বলেন, এসব দাগ যেন তাঁর গলার মালা।

 

কুয়াংসি গাড়ি লিমিডেট কোম্পানি শীর্ষ প্রযুক্তিবিদ চেং চি মিং মনে করেন, নতুন যুগে প্রযুক্তিকর্মীদের উন্নয়নের সম্ভাবনা অনেক বেড়েছে। তাঁর আশেপাশে অনেক দক্ষ কর্মী সেরা ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাঁর কয়েক দশকের কর্ম-অভিজ্ঞতা স্মরণ করে চেং বলেন, তাঁর কোম্পানিতে প্রযুক্তিকর্মীদের বেতন ব্যাপকভাবে সমন্বয় করা হয়েছে। এখন দক্ষ প্রযুক্তিকর্মীরা কোম্পানির মাঝারি পর্যায়ের কর্মকর্তাদের সমপরিমাণ বেতন পেয়ে থাকেন। এতে প্রযুক্তিকর্মীদের কাজে উত্সাহ ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি, প্রযুক্তিকর্মীদের সামাজিক অবস্থান ও মর্যাদাও কয়েক দশক আগে চেয়ে অনেক উন্নত হয়েছে। তাই চেং মনে করেন, চাকরি যা-ই হোক, যদি ভালো ও দক্ষতার সাথে তা করা হয়, তাহলে সে খাতের সেরা ব্যক্তি হওয়া সম্ভব।

 

নিজের দক্ষতার উন্নয়ন সম্পর্কে প্রযুক্তিবিদ চেং বলেন, একবার তিনি গাড়ির ইঞ্জিনের অতিরিক্ত শব্দ কমিয়ে দেওয়ার চ্যালেঞ্জের সম্মুখীন হন। ভালো করে তদন্তের পর তিনি খেলায় করেন যে, অটোমোবাইল রিডুসার হাউজিংয়ের প্রক্রিয়াকরণের ত্রুটির কারণে গাড়ির ইঞ্জিনের বেশি শব্দ হচ্ছে। কারখানার কর্মীদের মানে এ ত্রুটির গ্রহণযোগ্য সীমা মাত্র ০.০০২ মিলিমিটার, যা আমাদের চুলের ৪০ ভাগের এক ভাগের সমান। এ সমস্যা খালি হাতে সমাধান করা যাবে না। তবে, প্রযুক্তিবিদ চেংয়ের নিরলস প্রচেষ্টায় এ ত্রুটি মোকাবিলা করা সম্ভব হয়। তাঁর দৃষ্টিতে, কেবল প্রক্রিয়াকরণের নির্ভুলতা গাড়ির যন্ত্রাংশের মান তথা গাড়ির মান নিশ্চিত করতে পারে।

 

বিভিন্ন নির্মাণকাজে নির্ভুলতা নিশ্চিত করতে চেং চি মিং দক্ষ কর্মী এবং প্রকৌশলী ও প্রযুক্তিকর্মীর সব যোগ্যতাই অর্জন করেছেন। ২০২০ সালে তিনি সিনিয়র প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান এবং ২০২২ সালে কুয়াংসি স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম দলের সিনিয়র প্রযুক্তিবিদের দায়িত্ব পান। তাঁর মতো দক্ষ ব্যক্তিরা চীনের তরুণ প্রযুক্তিকর্মীদের জন্য অনুপ্রেরণার উত্স।(সুবর্ণা/আলিম/মুক্তা)