কম্বোডিয়ার শিশু সংক্লার নতুন জীবন
2023-06-05 11:27:45

দশ বছর বয়সী সংক্লা কম্বোডিয়ার স্টেউং ট্রেং প্রদেশের বিদ্যুৎ স্টেশন অভিবাসীদের নতুন গ্রামে বসবাস করে। সে একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তার জন্য সুখ হলো উজ্জ্বল ও পরিষ্কার স্কুল, গ্রামের সুন্দর নতুন বাসা এবং এক একটি বিদ্যুৎ বিভ্রাট নিয়ে চিন্তা করা অপ্রয়োজনীয় সন্ধ্যা।

 

দেশটির বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে সেসান ২ জলবিদ্যুৎ বাঁধের মোট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা ৪ লাখ কিলোওয়াট, যা দেশটির মোট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতার ২০ শতাংশ। বাঁধের দৈর্ঘ্য ৬.৫ হাজার মিটার এবং “এশীয় জলবিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাঁধ” এটি। বাঁধটির অভিবাসন ও পুনর্বাসন কাজ স্থানীয় ইতিহাসে বৃহত্তম মাত্রার এবং মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প এটি। চায়না হুয়ানেং “একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা, একটি জায়গার অর্থনীতি ত্বরান্বিত করা, পরিবেশ সংরক্ষণ করা, সেখানকার জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করে সম্প্রীতি ত্বরান্বিত করা”র ধারণা পোষণ করে “চীনা স্টাইলের দারিদ্র্য বিমোচন” অভিজ্ঞতা ও রূপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যবহার করে। অভিবাসন ও পুনর্বাসন উপায় ও পুনর্বাসন স্থান নিয়ে সার্বিকভাবে স্থানীয় অধিবাসীদের মতামত নেয়া হয় এবং কম্বোডিয়া সরকার অনুমোদিত স্ট্যান্ডার্ডের ভিত্তিতে অভিবাসী পরিবারের বাড়ি ও চাষ ভূমির আয়তন বাড়ায়, যা স্থানীয় অভিবাসী পরিবারগুলোর কথা বিবেচনা করেছে।

চায়না হুয়ানেং নির্মিত স্থানীয় স্কুল স্কুলচ্যুত শিশুদের ক্যাম্পাসে ফিরে আসতে সাহায্য দিয়েছে। শুধু অভিবাসীদের নতুন গ্রামের স্কুলবয়সী ছেলেমেয়ে নয়, অন্যান্য গ্রামের ছেলেমেয়েরাও নতুন গ্রামের স্কুলে লেখাপড়া করতে এসে জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারছে। সংক্লা জানায়, স্কুলে পড়াশোনার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারে। লেখাপড়ার সময় সত্যিই খুবই আনন্দিত হয়।

 

নিজের পরিবারের বাগান নিয়ে সংক্লা খুব উত্তেজিত। তার পরিবারের কাজু বাগানে কাজু ছাড়া আরও আছে রাবার গাছ ও কাসাভা। চলতি বছর কাসাভার খুবই ভাল ফলন হয়েছে। এ ধরনের আবাদি জমির ক্ষতিপূরণ গ্রামবাসীদের জন্য আরও বেশি আয় ডেকে আনছে এবং দারিদ্র্য বিমোচন করছে। ফলে তাদের পরবর্তী জীবনে আয় ও উন্নয়নের নিশ্চয়তা তৈরি হয়েছে। অভিবাসীদের নতুন গ্রামে সুখের ফুল ফুটছে।

 

সেসান ২ জলবিদ্যুৎ কেন্দ্র হলো যৌথভাবে “এক অঞ্চল এক পথ” নির্মাণ এবং কম্বোডিয়ার “আয়তক্ষেত্রাকার কৌশল” সংযুক্ত উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রকল্প। “শান্তি ও সহযোগিতা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, পারস্পরিক শিক্ষা এবং পারস্পরিক সুবিধা” এমন সিল্ক রোড স্পিরিট পোষণ করে দেশটির আর্থসামাজিক উন্নয়নের জন্য শক্তিশালী জ্বালানী সমর্থন সরবরাহ করে এবং সারা দেশের এক পঞ্চমাংশ বিদ্যুৎ চাহিদা সমাধান করে স্থানীয় বিভিন্ন শিল্পের যৌথ উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি চীন-কম্বোডিয়া মানুষে-মানুষে বন্ধনের সুন্দর ছবি আঁকে।

 

অভিবাসীদের নতুন গ্রামে পাবলিক সুবিধা সুসজ্জিত, অবকাঠামো সবই আছে। স্থানান্তর করার পর অভিবাসীদের জীবন ও উত্পাদন পরিবেশ বিরাট উন্নত হয়েছে। চায়না হুয়ানেং চীনের “দারিদ্র্য বিমোচন অভিজ্ঞতা” থেকে কম্বোডিয়ার গ্রামীণ দারিদ্র্য বিমোচনে সাহায্য করে অভিবাসী গ্রামটিকে চীন-কম্বোডিয়া বন্ধুত্বপূর্ণ দারিদ্র্যবিমোচন দৃষ্টান্তমূলক গ্রাম হিসেবে নির্মাণ করেছে। ফলে চীন-কম্বোডিয়া জনগণের মৈত্রী সেসান নদীর পানির মতো গভীর ও দীর্ঘ হয়েছে।

 

সংক্লার মনে হয়, নদীর পানি বাঁধে গান গায়, ফুল বাতাসে নৃত্য করে। সূর্য কাজু গাছ রক্ষা করে। জলবিদ্যুৎ কেন্দ্র ধারাবাহিক ও স্থিতিশীল বিদ্যুৎ পরিবহন করে। এসব তার জীবন আরও সুন্দর করেছে। এটাই সংক্লার নতুন জীবন। (প্রেমা/এনাম)