এক নজরে শেনচৌ-১৫'র মহাকাশ মিশন
2023-06-04 19:16:59

জুন ৪, সিএমজি বাংলা ডেস্ক : কেমন ছিল চীনের শেনচৌ-১৫'র মহাকাশ মিশন। একনজরে তা তুলে ধরা হল-

• শেনচৌ-১৫’র মিশন সময়কাল –ছয় মাস

• যাত্রা শুরু ২৯ নভেম্বর, ২০২২।

• উৎক্ষেপিত হয় ‘চিউ ছুয়ান’ উপগ্রহ থেকে

• মহাকাশ স্টেশনে প্রবেশ ৩০ নভেম্বর ।

• তিন মহাকাশচারী- ফেই চুন লুং, তেং ছিংমিং এবং চাং লু

• মিশন কমান্ডার- ফেই চুন লুং

• কাজ- চারটি এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটিস (ইভিএ) সম্পন্ন,

   বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার একটি সিরিজ পরিচালনা,

  এক্সট্রাভেহিকুলার এক্সটেনশন পাম্প সেট এবং ক্রস-কেবিন তারের

   ইনস্টলেশন।

• প্রথমবার চীনের ছয়জন নভোচারীর একসাথে মহাকাশে অবস্থান ।

• মহাকাশ স্টেশন থেকে বসন্ত উৎসবের শুভেচ্ছা পাঠান

   মহাকাশচারীরা

• চীনা জনগণের নববর্ষের উপহার হিসাবে একটি "মহাকাশ চিত্র

   প্রদর্শনী"তে শিশুদের ৪০টি চিত্রকর্ম প্রদর্শন করেন

• মিশন শেষে পৃথিবীতে ফিরে আসে ৪ জুন, ২০২৩।

• অবতরণ করেন অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেংয়ে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- চায়না ডেইলি, সিনহুয়া, সিজিটিএন।